Dream city America ছেড়ে Canada কিংবা Europe মুখী বহু মার্কিনী

আমেরিকা মানে কোটি কোটি মানুষের কাছে আজো একটা স্বপ্ন। আমেরিকায় পাড়ি দিতে চায়না এমন কেও আছে বলতে পারা টাই মুশকিল। সেই স্বপ্নপুরী বলে খ্যাত আমেরিকা থেকেই যদি খোদ আমেরিকানরা মুখ ফিরিয়ে নেন তবে বিষয় টা কি স্বাভাবিক ভাবেই আশ্চর্যের নয়?
হ্যাঁ, এমনই কিছু তথ্য উঠে এসেছে সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ কিংবা ‘ইউএসএ টুডে’র মতো বেশ কিছু মার্কিন সংবাদমাধ্যমের নানা রিপোর্টের মধ্যে দিয়ে। যেখানে দাবী করা হচ্ছে যে বিগত এক সপ্তাহে বহু আমেরিকান তথা মার্কিনী নাগরিক আমেরিকা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন। আর এর পেছনে দায়ী করা হয়েছে ডোনাল্ড ট্র্যাম্প কে। সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন এবং ট্র্যাম্প এর প্রত্যাবর্তনে মর্মাহত বহু মার্কিনী এবার আমেরিকা থেকে তাদের আঁখের গুছিয়ে সরে যাচ্ছেন ক্যানাডা কিংবা ইউরোপের বিভিন্ন দেশে।
আর এটাই বর্তমানে সেখানকার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ও ‘আমের এক্সিট’ ট্যাগ নিয়ে ছড়িয়ে পড়েছে। সূত্রের দাবী অনুযায়ী, ট্র্যাম্প এর প্রত্যাবর্তন এর ফলে নিজেদের অস্তিত্ব নিয়ে আশঙ্কায় আছেন সেখানকার লিবারাল আখ্যায়িত নাগরিক। অভিবাসীদের নিয়ে বিগত দিনে ট্রাম্পের করা মন্তব্য , গর্ভপাত-বিরোধী অবস্থানের ‘প্রিজমে’ দেখে তাঁরা এই নেতাকে এক বিভাজনকারী রাষ্ট্রনায়ক হিসেবেই আখ্যা দিচ্ছেন। আর তাই আমেরিকা ছেড়ে অন্যত্র সরে পড়াই শ্রেয় বলে মনে করছেন তারা। জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন ও এধরণের দেশ ছাড়ার হিড়িক দেখা দিয়েছিল বটে। তবে বিগত এক সপ্তাহ যাবত যে পরিমাণ মার্কিনী রা দেশ ছাড়ছেন তার পরিমাণ অনেকটাই বেশি। আর সে কারণেই এই ঘটনা নজর কাড়ছে গোটা বিশ্বের।

Leave A Reply