খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 15 July 2025 - 01:31 AM
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

Kardashian Kendall Jenner এর বোল্ড photoshoot কে ঘিরে নেট দুনিয়ায় উত্তাল

Kardashian Kendall Jenner
1 minute read

Kardashian Kendall Jenner এর বোল্ড photoshoot কে ঘিরে নেট দুনিয়ায় উত্তাল

কারদাশিয়ান বললেই আপনার মাথায় প্রথম যে ছবি টি ভেসে উঠে সেটি হচ্ছে কিম কারদাশিয়ান, কেন্ডেল জেনার দের মতো ব্যক্তিত্ব দের অবয়ব। নেট দুনিয়ায় এক অন্য মাত্রায় রাজত্ব এদের। বলি পাড়া থেকে হলিউড সর্বত্রই অপরূপ সৌন্দর্যের জন্যে বহু প্রশংসা কুড়িয়েছেন তারা। এমনকি ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ও সব চাইতে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ও কোটি টাকা খর্চা করে কিম কারদাশিয়ান কে ছেলের বিয়েতে এনেছিলেন। এতটাই মাহাত্ম রয়েছে এদের।
এবার কেন্ডেল জেনার আলোচনার কেন্দ্র বিন্দু হয়েছেন নেটিজেনদের। সম্প্রতি একটি বোল্ড ফটো শুট করেই প্রচুর তারিফ কুড়িয়েছেন কেন্ডেল। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তিন তিনটি ছবি। দু হাতে শুধু নিজের বক্ষের অংশ ঢেকে রেখছেন। দিয়েছেন সাধা সিধে কিছু পোজ । সাদা কালো ফ্রেমে সেই ছবি। আর তাতেই ফিদাহ বহু ফ্যান।
ছবির কমেন্টে বহু ফ্যান নিজেদের মতামত দিয়েছেন। কেউ কেউ লিখেছেন “ দারুন পোজ, একেবারে সঠিক ছবি। আমাদের দেহ তো একটা আর্টই বটে ।“
কেন্ডেল এর এই ছবি গুলি সামাজিক মাধ্যমে গ্রহন যোগ্যতা পেয়েছে বটে।
উল্লেখ্য , মাত্র ১৪ বছর বয়সেই মডেলিং এর দুনিয়ায় পা রাখেন তিনি। রেড কার্পেট কাপিয়েছেন বহুবার। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় , গোটা বিশ্বে নাম করেছেন বোল্ড মেজাজি কারদাশিয়ান গার্ল। কেন্ডাল তার ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ শোয়ের মাধ্যমে সব চাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। ভোগ ম্যাগানিজের কভার গার্ল হিসেবেও বেশ সুনাম রয়েছে তাঁর। ক্যালিফোর্নিয়ার অলিম্পিক ডিক্যাথলিট চ্যাম্পিয়ন ক্যাটলিন জেনার এবং টেলিভিশন ব্যক্তিত্ব ক্রিস জেনারের সন্তান কেন্ডাল জেনার। আরও উল্লেখ যোগ্য বিশয়, কার্দাশিয়ানদের আত্মীয় কেন্ডাল জেনার। ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে, ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলিশের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তিন বছর পরেই টাতে ইতি টেনে যায়। এক আধবার সমালোচিত ও হয়েছে। ২০২০ সালের কোভিড পরিস্থিতিতে শতাধিক অতিথি নিয়ে নিজের জন্মদিন পালন করা নিয়ে কটূক্তি ও শুনতে হয়েছে কেন্ডাল কে । তবে তাতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি বিন্দু মাত্র।

For All Latest Updates

ভিডিও