CPI celebrates 100th anniversary

শতবর্ষে পদার্পণ করলো কমিউনিস্ট পার্টি , বরিষ্ঠ নেতৃত্বের হাত ধরে হল উদযাপন

ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে এক কর্মসূচীর আয়োজন করা হল বৃহস্পতিবার আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টির দলীয় কার্যালয় এর সামনে । প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলেন সিপিআই রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস , সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন পার্টির বহু পুরনো নেতৃত্বরা ও উক্ত কর্মসূচী তে অংশ গ্রহন করেছেন। ১৯২৫ সালের ২৬শে ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুরে এই সিপিআই দল প্রথম বার আবির্ভূত হয়। দিনে দিনে বহু বাঁধা বিপত্তির সম্মুখিন হয়েছে এই দলটি। ব্রিটিশ সরকার থেকে শুরু করে পরবর্তী সময় বহু সরকার এই দল কে বাজেয়াপ্ত ঘোষণা করেছিল। অবশেষে নানা ঝর ঝাঁপটা অতিক্রম করে, দীর্ঘ মেয়াদী লড়াইয়ের মধ্যে দিয়ে এটি আইনি স্বীকৃতি পায়। এই দল বিগত ১০০ বছর ধরে এই দেশে স্বৈরাচার এর বিরুদ্ধে লরাই করে আসছে। শুরু থেকেই সিপিআই ভারতের সর্ব স্তরের মানুষ ও বিশেষ করে শ্রমজীবী, খেটে খাওয়া গরীব দের জন্যে কাজ করেছে তাছাড়া এক ধর্ম নিরপেক্ষ ভারত বর্ষের স্বপ্ন দেখেছেন এই দলের প্রাচীন নেতৃত্বরা। বর্তমানে ও যে আরএসএস পরিচালিত বিজেপি সরকার ধর্মের নামে সুরসুরি দিয়ে দেশে রাজত্ব কায়েম করে রাখতে চাইছে তার বিরুদ্ধে ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিপিআই। এদিন এই কথাগুলো বলে শাসক বিজেপির তীব্র সমালোচনা করলেন দলের রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস । তিনি রাজ্যের সর্ব স্তরের মানুষ কে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে ঐক্যবদ্ধ হতে আহবান ও করেন এদিন।

Leave A Reply