Agartala press club

রবিবার ছিল আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির এক বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে এক সাংগঠনিক বৈঠক । সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব পরিচালন কমিটির সভাপতি জয়েন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, সাংবাদিক অরুন নাথ, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায়, সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা।

Agartala press club
Agartala press club managing committee meeting

প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এরপর সভায় সম্পাদকীয় প্রতিবেদন ও ক্লাবের আয় ব্যয়ের হিসাব পেশ করেন  প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দেব। পরে এই সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের উপর আলোচনা হয়।

প্রেস ক্লাবের প্রতি ৩ বছর অন্তর অন্তর নতুন পরিচালন কমিটি তৈরি হয়। বর্তমান পরিচালন কমিটি আগরতলা প্রেস ক্লাবের দায়ভার গ্রহন করেছেন এক বছর হল। এই এক বছরে প্রেস ক্লাব এর পক্ষ থেকে কি পরিমাণ অর্থ আয় কিংবা ব্যয় হয়েছে সেই সমস্ত নথি এবং তথ্য বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে কমিটির সদস্য ও সংবাদ কর্মীদের সাথে আলোচনা করা হয়ে থাকে।

বর্তমানে বরিষ্ঠ সাংবাদিক জয়েন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এবং রমাকান্ত দে র সম্পাদনায় প্রেস ক্লাব এর বিগত এক বছরে কার্যপদ্ধতি এবং আর্থিক আয়-ব্যায় এর হিসেব সবার কাছে তুলে ধরা হয় এদিন। সেই বিষয় বস্তুর উপর আলোচনা করেন উপস্থিত অতিথিরা। পরিপ্রেক্ষিতে যে বিষয় কিংবা প্রশ্ন গুলো উঠে আসে তার জবাবে নিজের বক্তব্য পেশ করেন সম্পাদক রমাকান্ত দে।

উল্লেখ্য, ত্রিপুরার সংবাদ জগতের ধারা পরিচালনে আগরতলা প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর আগের পরিচালন কমিটিতে সম্পাদকীয় দায়িত্ব পালন করেছিলেন বরিষ্ঠ সাংবাদিক প্রনব সরকার। এবার সেই দায়িত্বে আসীন রমাকান্ত দে। পূর্বের পরিচালন কমিটির তুলনায় বর্তমান কমিটিতে দায়িত্বপ্রাপ্ত দের অধীনে প্রেস ক্লাব কিভাবে এবং কতটা সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে সেই নিয়েও একটি স্পষ্ট বার্তা আজকের এই সভা থেকে পাওয়া গেছে। প্রত্যেক বছরেই এধরণের বার্ষিক সভার মধ্যে দিয়ে বিস্তারিত বার্ষিক তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন সম্পাদক রমাকান্ত দে।

Leave A Reply