Adivasi Congress

পশ্চিম ও পূর্ব আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস ও বাম ফ্রন্ট মনোনীত দুই প্রার্থী যথাক্রমে আশিষ কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং। ইন্ডিয়া জোট এর পক্ষে আদিবাসী কংগ্রেস ভোটার রা ব্যপক হারে তাদের সমর্থন দিয়েছেন ভোট বাক্সে। তাই তাদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে কংগ্রেস দল কে আরও শক্তিশালী করে তুলতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

আজ রবিবার আদিবাসী কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকটি আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা ও। এদিনের সভার বিষয়ে বলতে গিয়ে সভাপতি আশিষ কুমার সাহা বলেন , আদিবাসীরা এই দলের পক্ষে সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই আদিবাসী কংগ্রেস এর সাথে কাঁধে কাধ মিলিয়ে সাংগঠনিক কাজ করে গেছে কংগ্রেস। দল কে শক্তিশালী করতে আদিবাসী কংগ্রেস এর ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Adivasi Congress
Adivasi Congress

নির্বাচন শেষে এবার নির্বাচনোত্তর ভূমিকা পালন করতে আদিবাসী কংগ্রেস কে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় কংগ্রেস। আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কংগ্রেস এর সংগঠন এর বর্ধিত করণের জন্যে এবং সাড়া রাজ্য ব্যপি এবং প্রত্যন্ত আদিবাসী এলাকা গুলির মধ্যে জাতীয় কংগ্রেসের প্রসার ঘটাতে কাজ করবে কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গায় উপজাতি নেতৃত্বরা যারা কংগ্রেসের হয়ে কাজ করেছেন কিংবা বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে আস্থা রেখে শামিল হয়েছেন তাদের নিয়ে মূলত আজকের এই সভা অনুস্থিত হয়।

উল্লেখ্য, কেন্দ্র তথা রাজ্যে বিজেপির শাসন কালে বহু পাহাড়ের নেতৃত্বরা বিজেপির পতাকা তলে শামিল হয়েছিলেন। এমনকি তিপ্রা মথা দল গঠনের পরেও থানসা এবং গ্রেটার তিপ্রা ল্যান্ডের ভাউতা বাজিতে পড়েছিলেন বহু আদিবাসী নেতৃত্ব। কিন্তু সময়ের সাথে বিজেপি ও মথার মিতালী এবং প্রদ্যুত মানিক্যের স্বার্থ রক্ষার্থে রাজনৈতিক খেলার চক্র বুঝতে পেরে বহু আদিবাসী কংগ্রেস ও সিপিআইএম মুখী হতে শুরু করে দিয়েছে। এমনকি বিরোধী শিবিরের দাবী , এবারের লোকসভা নির্বাচনে ও একটা বিশাল সংখ্যক পাহাড়ি ভোট পড়েছে ইন্ডিয়া জোট এর বাক্সে।

ক্রমান্বয়ে বহু আদিবাসী নেতৃত্ব যুক্ত হয়েছেন কংগ্রেস দলে। আর যারা পুরাতন কর্মীরা ছিলেন তারাও মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন দলের স্বার্থে। আজ তাদের সকলকে নিয়েই আয়োজিত এই বৈঠকে দল কে আগামী দিনে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

Leave A Reply