Agartala News : শালবাগান এলাকায় রবিবার রাতে পেট্রোল কেনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম রাকেশ দেবনাথ। রবিবার সন্ধ্যা ৯টা নাগাদ পেট্রোলের দাম নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিবাদ চরমে পৌঁছায়, এবং এর পরেই শুরু হয় ধারালো অস্ত্র হাতে হিংসাত্মক হামলা। গুরুতর আহত অবস্থায় রাকেশ দেবনাথ, বাপন দেবনাথ ও সন্দ্বীপ মুখার্জিকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে, অভিযুক্ত মনা দেবনাথ ওরফে ‘মনা ডন’ এবং খোকন দাস রান্দা জাতীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে আক্রমণ চালান। পুলিশ ও দমকল কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। তাদের কাছ থেকে দুটি বাইক ও হামলার জন্য ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম উদ্ধারকৃত জিনিসপত্র পরীক্ষা করে দেখছে।
জানা গেছে অভিযুক্ত খোকন দাস একজন চিহ্নিত অপরাধী। অতীতে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, এমনকি ভাই ও ভাইয়ের স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগে জেল ও খেটেছেন।
এই ঘটনাটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও কীভাবে রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ছে। পেট্রোলের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামে ওঠানামা বা প্রাপ্তি ঘিরে উত্তেজনা এখন মারাত্মক রূপ নিচ্ছে। শুধু শালবাগানই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিগত কয়েক মাসে এ ধরনের হিংসাত্মক ঘটনার সংখ্যা বেড়েই চলেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কড়া ভূমিকা প্রয়োজন, বলে মত প্রকাশ করেছেন বহু বিশিষ্ট নাগরিক।
অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত আরও জোরদার করা হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।