Agartala Border Golchakkar
জনদরদি নাকি জনবিরোদী সরকার সেটাই বুঝে উঠা নিয়ে শঙ্কায় ত্রিপুরার মানুষ
যতই দিন যাচ্ছে ততই এই ত্রিপল ইঞ্জিনের সরকারের উপর মানুষের জমে থাকা ক্ষোভ জাহির হচ্ছে। স্মার্ট সিটির নামে কোথাও হকার দের উচ্ছেদ , আবার কখনো বাড়িঘর উচ্ছেদ করে চলেছে রাজ্য সরকার। রাজ্যে ভরপুর বেকারত্বের সমস্যার মধ্যেই হাজার হাজার মানুষের রুজি রুটি উপার্জনের মাধ্যমে তালা ঝুলিয়ে দিচ্ছে এই সরকার। অতঃপর রাজ্য সরকারের এই ধরণের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে বাধ্য হলেন এলাকাবাসী।
বিনা নোটিশে উচ্ছেদ অভিযান রাজধানীর জনবহুল বর্ডার গোল চক্কর এলাকায়। মুহূর্তের মধ্যেই মাথার ছাঁদ সরে গেল ৭০ থেকে ৭২ পরিবারের। বুল ডোজারের ধাক্কায় গুড়িয়ে গেছে ৫০ থেকে ৬০ বছর পুরনো ভিটেমাটি। সরকার কি উন্নয়ন করছেন ? প্রশ্ন নিয়ে ভোর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে শতাধিক অসহায় মানুষ।
উন্নয়নের নামে নিধন জজ্ঞ চলছে। কখনো চেইনসো চালিয়ে প্রানপাত করা হচ্ছে শতাধিক পুরনো বৃক্ষ, তো কখনো আবার বিনা নোটিশেই বুল ডোজার চালিয়ে ভেঙ্গে দেওয়া হচ্ছে মানুষের বহু পুরনো বসত ভিটে এমনই অভিযোগ। এবার এমনই ঘটনায় আতকে উঠেছেন আগরতলার বর্ডার গোল চক্কর এলাকার স্থায়ী বাসিন্দারা। আগরতলা পুরো নিগম এর মেয়র দীপক মজুমদারের এলাকায় পুরো নিগমের উদ্যোগেই আজ চলেছে এই উচ্ছেদ অভিযান। অবশেষে সরকারের এই অমানবিক কার্যকলাপের তিব্র নিন্দা জানিয়ে তারা পথ অবরোধ করে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবী জানিয়েছেন।
রাজ্যের বর্তমান বিজেপি সরকার নগরায়নের আরও সৌন্দর্য বৃদ্ধি , রাস্তার পরিধি বারানো, শহর কে যানজট মুক্ত করার মতো প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছে। কিন্তু তাতে করে একদিকে যেমন সর্ব সাধারণের সুবিধে হচ্ছে , তার ঠিক অন্য দিকে একাংশের বেজায় ক্ষতির সম্মুখীন ও হতে হচ্ছে।
বর্ডার গোল চক্কর থেকে জয়পুর যাওয়ার পথটি প্রশস্ত করা হবে এবং একটি বাই পাশ তৈরি করা হবে বলে এই রাস্তার আশে পাশে নির্মিত বাড়ি ঘর গুলি কে ভেঙ্গে দেওয়া হয়েছে আজ পুরো নিগমের পক্ষ থেকে। যে কোনো পাবলিক প্রোপার্টি ডিসমিস করার আগে সরকারি বা আইনি নোটিশ ইস্যু করতে হয়। উক্ত এলাকায় যাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে তাদের অনেক কেই নোটিশ দেওয়া হয়েছে এবং জায়গার পরিবর্তে টাকা ও দেওয়া হয়েছে। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। এদিকে অনেকেই নোটিশই পান নি। তার মাঝেই আজ আচমকা বুল ডোজার চালিয়ে ভেঙ্গে দেওয়া হল তাদের ঘর বাড়ি।
তাদের আরও অভিযোগ সরকার থেকে রাস্তা বড় করবার জন্য যে জায়গা নেওয়া হয়েছে কেউই তাদের সেই জায়গার প্রকৃত দাম পান নি। তাই জায়গার বদলে জায়গার দাবী করে বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধ করে বসলেন এলাকার লোকরা । তাদের দাবি তাদের জায়গার বদলা জায়গা দিতে হবে অথবা তাদের স্থায়ী বসবাসের উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে সরকার কে। ঐ এলাকায় বহু নিতান্ত দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের বসতি রয়েছে। এভাবে রাস্তা বড় করার জন্যে হুট করে তাদের মাথার উপর থেকে ছাঁদ কেরে নেওয়া হয়েছে বলেই এই বর্তমান সরকারের জনকল্যাণ কর প্রকল্প গুলিও কিছুটা জন বিরোধী বলেই স্বীকৃতি পাচ্ছে তাদের কাছে।
এদিকে যানজট মুক্তির অভিযানের দৌলতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর রুজি রুটি লাটে উঠে গেছে। সেটার ও স্থায়ী সমাধান দেওয়া হয়নি এখনো। এই অবস্থায় রাজ্য বিজেপি সরকারের উপর থেকে মানুষের আস্থা ও ভরসার ভীত অনেকটাই দুর্বল হয়ে পড়ছে না তো ? তার চাইতে ও বড় কথা, জমি জায়গার দাম এতো টাই বেশি যে পর্যাপ্ত মূল্য না পেলে উচ্ছেদ হওয়া মানুষ গুলো অন্যত্র বাড়ি ঘর নির্মাণ করতেও হিমশিম খাবেন। সেদিকেও সরকারের নজর দাড়ি করা অত্যন্ত প্রয়োজন। এবার দেখার বিষয় তাদের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহন করেন।