খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 15 July 2025 - 01:02 AM
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ০১:০২ পূর্বাহ্ণ

CPIM one day meeting before convention : রাজ্য সন্মেলনের পূর্বে বামেদের জরুরী এক দিবসীয় বৈঠক

CPIM one day meeting before convention 
1 minute read

CPIM one day meeting before convention

রাজ্য সন্মেলনের পূর্বে বামেদের জরুরী এক দিবসীয় বৈঠক

আগামী ২৯শে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দল রাজ্য বামফ্রন্টের ২৪তম রাজ্য সন্মেলন। চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। বিগত তিন বছরে রাজ্যে পার্টির সার্বিক কার্যকলাপের হিসেব ও পর্যালোচনার নিরিখেই এই সন্মেলন হতে যাচ্ছে আর এটাই হচ্ছে রাজ্য সন্মেলনের মূল বিষয় বস্তু। রাজ্য সন্মেলনের আগে গত তিন বছরে রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন নিয়ে কি কি কাজ করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে। তবে তার পূর্বে এই বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। যা ২৯শে জানুয়ারি রাজ্য সন্মেলনের রাখা হবে। সেই খসড়া কেই চূড়ান্ত করার জন্যে বৃহস্পতিবার মেলারমাঠ স্থিত পার্টির মূল কার্যালয়ে এদিন এই এক দিবসিয় বৈঠকের আয়োজন করা হয়েছে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিটব্যুরো সদস্য মানিক সরকার, পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, নারায়ন সরকার, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ছিলেন পাঞ্চালী ভট্টাচার্য সহ সকল রাজ্য স্তরীয় নেতৃত্বরা।

For All Latest Updates

ভিডিও