Red Fort Delhi
লাল কেল্লার মালিকানা দাবী করে কোর্টে মামলা, সরকার কে ও জরিমানা করলেন মুঘল বধূ সুলতানা
ভারত বৈচিত্র্যময় দেশ। তার পাশাপাশি ভারত বর্ষের ইতিহাসে বহু রাজা, মহারাজা, সম্রাট ও মুঘল দের কাহিনী রয়েছে। আর নিদর্শন প্রতিটা কোণায় কোণায় বিদ্যমান। বিশ্বের মানচিত্রে এক দেশে এতো বেশি ঐতিহাসিক নিদর্শন মেলে কিনা তা আমাদের অজানা। আর এই নিদর্শন গুলোর মধ্যেই সর্বাধিক পুরনো দিল্লীর লাল কেল্লা। এবার এই লাল কেল্লার মালিকানা দাবী করে কোর্টে মামলা করলেন মোঘল বংশীয় গৃহবধূ।
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফারের প্রপৌত্রের স্ত্রী সুলতানা বেগম দিল্লীর হাই কোর্টে এই মামলা দাখিল করেছেন। উনার স্বামী ছিলেন মির্জা মহম্মদ বেদার বখত । যিনি বহুদিন আগেই গত হন। ভারতের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ্। উনারি বংশধর ছিলেন মির্জা মোহম্মদ। এবার সেই বংশ সুত্রেই লাল কেল্লা কে নিজের বলে দাবী করেছেন গৃহবধূ সুলতানা।
শুক্রবার উক্ত মামলার সুনানি হয়। তাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিভু বাখরু এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ ছিল। সুনানির পর ঐ মহিলার সমস্ত যৌক্তিকতা কে ভিত্তিহীন দাবী করে সুলতানার পিটিশান খারিজ করে দেন তারা।
একই ভাবে ২০২১ সালেও তিনি মামলা করেছিলেন। তখন ও মামলা খারিজ করা হয়েছিল। ৩ বছর পর আবারো একই ভাবে মামলা করেছেন তিনি। উনার দাবী ১৮৫৭ সালে ইংরেজরা তাদের গোটা পরিবার কে এই সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। পরে ভারত সরকার এই সম্পত্তি দখলে নেয়। তাই সম্পত্তির অধিকার সমেত ভারত সরকার কে এতো বছর এই সম্পত্তি দখলে নেওয়ার জন্যে ও তিনি জরিমানা করেন। যদিও অবশেষে তার কোনো দাবীই গ্রাহ্য হলনা।