Panchayat election 2024
লোকসভায় দেশব্যাপী তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপির তিন সাংসদ। এবার সেই ধারাবাহিকতা বহাল রাখার চেষ্টা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে।
সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে মোট আসন সংখ্যা রয়েছে ৬৯০৯ টি। তার মধ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন মাত্র ২১০৩ টি তে। বাকি সব গুলোই বিনা প্রতিদ্বন্ধিতায় শাসক শিবিরের দখলে।
আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তার পরেই ফাইনাল প্রতিদ্বন্ধী দের মোট সংখ্যা তালিকা প্রকাশ পেয়েছে। যাতে দেখা যাচ্ছে , পশ্চিম ত্রিপুরা জেলার ৫ টি ব্লকে ১০১৩ টি গ্রাম পঞ্চায়েত, ৬৫ টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ১৭ টি আসনের মধ্যে বিজেপি , সিপিআইএম কংগ্রেস ও তিপ্রা মথা মিলে মোট প্রতিদ্বন্ধীতা হচ্ছে মাত্র ৩২ টি আসনে। বাকি সব গুলোতেই জয়ী শাসক দল। উল্লেখ্য বিষয় পশ্চিম ত্রিপুরা জেলার ৫ টি ব্লকের মধ্যে যে কটি গ্রাম পঞ্চায়েত এর আসন রয়েছে তার একটি তেও মনোনয়ন জমা দেয়নি বা দিতে পারেনি সিপিআইএম। বামুটিয়া থেকে একজন মনোনয়ন জমা দিলেও , উনাকে হুমকি ধমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে বলেও সূত্রের খবর। যদিও প্রাণ রক্ষার ভয়ে সেই প্রার্থী বর্তমানে মুখ খুলতে নারাজ।
এদিকে পঞ্চায়েত সমিতির মোট ৪২৩ আসনের মধ্যে নির্বাচন হবে ১৮৮ আসনে এবং জিলা পরিষদের মোট ১১৬ আসনের মধ্যে ৯৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই আগস্ট। আজ রাজ্য নির্বাচন কমিশনের সেক্রেটারি অসিত কুমার দাস এ বিষয়ে বিস্তারে জানিয়েছেন।
সুষ্ঠু নির্বাচনের দাবী জানালেও আদতে কতটা সুষ্ঠু ভাবে এই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে তা বিগত কিছু দিনে স্পষ্ট হয়ে গেছে।
এদিকে অধিকাংশ আসনেই কোনো ধরণের প্রতিদ্বন্ধিতা হচ্ছে না। কিংবা প্রার্থী দিতে চাইলেও মনোনয়ন জনা দেওয়ার ক্ষেত্রে নানা রকম বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে প্রাণের ভয়ে পিছু হটে গেছেন অনেকেই। একদিকে বিরোধী দলীয় এক প্রার্থীর খুনের ঘটনাই যেন শাসক শিবিরের জন্যে হয়ে দাঁড়ালো জ্যাকপট। অধিকাংশ প্রার্থী প্রাণ রক্ষার্থেই পিছিয়ে গেছেন। বাকি যে গুলি তে প্রার্থীরা মনোনীত হয়েছেন সেখানেও আদতে কতটা সুষ্ঠু ভাবে ভোট হবে সেই নিয়েও ব্যাপক আশঙ্কা রয়েছে।