খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:11 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:১১ অপরাহ্ণ

Agartala News : যানজট কমাতে বটতলায় প্রশাসনের কড়া অভিযান, ফাইন আদায়ের হুঁশিয়ারি

Agartala News
1 minute read

Agartala News : পরিবহন দপ্তর ও ত্রিপুরা ট্র্যাফিক ইউনিটের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলায় যানজট কমাতে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এএমসি (আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন) এলাকায় চলাচলকারী অটো ও ই-রিক্সাগুলিকে নির্দিষ্ট পিঙ্ক রঙে রং করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকাংশ যানবাহন রঙ করা হলেও এখনও কিছু চালক প্রশাসনিক নির্দেশ অমান্য করে চলেছেন।

এই পরিস্থিতিতে বুধবার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায় পরিবহন দপ্তর ও ট্র্যাফিক পুলিশ। অভিযানে পিঙ্ক রঙবিহীন অটো ও ই-রিক্সা শনাক্ত করে চালকদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এএমসি এলাকার বাইরে থেকে আগত যানবাহনগুলির বৈধ কাগজপত্রও খতিয়ে দেখা হয়।

এমভিআই বিভাগের এক আধিকারিক জানান, শহরের ভেতরে ও বাইরে চলাচলকারী যানবাহনের মধ্যে স্পষ্ট পার্থক্য আনতেই এই রঙিন শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যেই তিন ধরনের রঙ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং চালকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর সময় মানবিক কারণে প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি, তবে এখন আর ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যেসব যানবাহন অবৈধভাবে শহরের ভেতরে ঢুকছে এবং যেগুলির ইনস্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট বা ফিটনেস নেই, সেগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিন এই ধরনের অভিযান চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

ব্যাটারি চালিত অটো ও ই-রিক্সার ক্ষেত্রে পারমিটের বাধ্যবাধকতা না থাকলেও, ভেহিকল রেজিস্ট্রেশন ও ঠিকানার ভিত্তিতে চালকদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপাতত জরিমানা আরোপ না করা হলেও সমস্ত যানবাহনের রেকর্ড রাখা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সিজ করে চালকদের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের মূল লক্ষ্য শহরকে যানজটমুক্ত রাখা—এ কথা পুনরায় জানিয়ে দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বলা যায়, রাজধানী আগরতলায় ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এবার আর কোনো রকম শৈথিল্য দেখাতে নারাজ। নির্দিষ্ট নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করা, অবৈধ ও নথিহীন গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং রঙের মাধ্যমে যানবাহনের স্পষ্ট শনাক্তকরণ—এই তিনটি বিষয়ের ওপর জোর দিয়েই অভিযান চালানো হচ্ছে। শহরকে শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিত চলবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

For All Latest Updates

ভিডিও