খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 1 December 2025 - 07:32 PM
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ - ০৭:৩২ অপরাহ্ণ

Agartala News : শাসক দলের মঞ্চ সরাতে প্রশাসনের উদাসীনতা ক্ষুব্ধ যান চালকরা

Agartala News
1 minute read

Agartala News : আগরতলা শহরের ব্যস্ত সড়কে শাসক দলের সরব উপস্থিতি যেন আবারও সাধারণ মানুষের দুর্ভোগকে বাড়িয়ে তুলল। রবীন্দ্র ভবন সংলগ্ন যে রাস্তাটি হাজারো মানুষের নিত্য চলাচলের মাধ্যম—সেই পথের ওপর কয়েক সপ্তাহ আগে বিজেপি শিবিরের উদ্যোগে তৈরি করা অস্থায়ী মঞ্চ আজও আগের অবস্থায় দাঁড়িয়ে। অনুষ্ঠান শেষ হলেও মঞ্চ সরানোর কোনো উদ্যোগ নেই উদ্যোক্তাদের, আর নেই প্রশাসনেরও তৎপরতা।

স্থানীয়দের অভিযোগ, শাসক দলের প্রতি প্রশাসনের এই নীরবতা এবং ট্র্যাফিক দপ্তরের উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরোধী দল যদি একইভাবে কোনো মঞ্চ বা স্টল বসাত, তা নাকি মুহূর্তের মধ্যেই সরিয়ে দিত কর্তৃপক্ষ। কিন্তু শাসক দলের ক্ষেত্রে সেই কঠোরতা কার্যত উধাও।

এদিকে আগরতলা শহরের যানজট ও অতিরিক্ত চাপ এমনিতেই জনজীবনকে ক্লান্ত করে তুলেছে। তার ওপর রাস্তা দখল করে বিশাল মঞ্চ—যা প্রতিদিনই পথচারী, ব্যবসায়ী ও চালকদের সামনে নতুন সমস্যার সৃষ্টি করছে। “জোর যার, মুলুক তার”—এই মনোভাবেই যেন চলছে রাজ্য। জনস্বার্থ, নিয়ম-কানুন সব যেন গৌণ হয়ে দাঁড়িয়েছে।

পুর নিগম থেকেও মঞ্চ অপসারণে কার্যত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসনের এই দ্বিচারিতা নাগরিক সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। শাসক দলের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও তার প্রভাব যেন সাধারণ মানুষের জীবনে প্রতিদিন নতুন করে অসুবিধা ডেকে আনছে।

মানুষ এখন নজর রাখছে—প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় । নাকি আগের মতোই রাজনৈতিক চাপের কাছে জনস্বার্থ আবারও পরাজিত হয়।

For All Latest Updates

ভিডিও