Agartala News : ত্রিপুরার পশ্চিম নোয়াবাদী এলাকায় গত ২৩শে নভেম্বর রাতে ঘটে গেল উত্তেজনাপূর্ণ এক ঘটনা। রাত প্রায় ১১টার সময় ভিগোরাস ক্লাবের সদস্য অমিত সরকার বাড়ি ফেরার পথে মিঠু রায়ের বাড়ির সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের AURA গাড়ি (নম্বর—TR01BK0451) দেখে সন্দেহ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি থেকে কিছু সামগ্রী নামিয়ে বাড়ির ভেতরে নেওয়া হচ্ছিল।
রাস্তা প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ করে থাকা গাড়িটিকে সরাতে অনুরোধ করলে, অভিযোগ অনুযায়ী মিঠু রায়সহ তিন থেকে চারজন ব্যক্তি অমিত সরকারের উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে। খবর পেয়ে বুধজংনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কোনো ব্যবস্থা না নিয়ে গাড়িটিকে মুক্ত করে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, মিঠু রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ, এমনকি দেহব্যবসা চলার অভিযোগ রয়েছে। পাশাপাশি পশ্চিম নোয়াবাদী ও আর কে নগর এলাকাজুড়ে নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা বেশ কিছুদিন ধরেই বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর এই এলাকায় বখাটেদের আনাগোনা বাড়ে বলেও অভিযোগ।
স্থানীয়দের বক্তব্য, বহুবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তাদের দাবি, থানা পুলিশের একাংশ নেশা কারবারিদের সঙ্গে যোগসাজশে কাজ করছে।
ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ত্রিপুরা রাজ্য কাপালি সমাজের সভাপতি অসীম সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পশ্চিম জেলা সুপার অফ পুলিশের (এসপি) কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধিদলের অভিযোগ—
ক্লাবের একজন সহকারী সেক্রেটারিকে বিনা উসকানিতে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তা, এলাকাজুড়ে নেশা ব্যবসার বিস্তার।
এসপি অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকায় পুলিশের টহল বাড়ানো হবে ও অমিত সরকারের উপর হামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের দাবি, শান্তিপূর্ণ এলাকায় কয়েকজন অপরাধী সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।



