50 lakh’s Yaba tablet recovered at Amtali

আমতলী থানার পুলিশের সাফল্য। মতিনগর এলাকায় মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছে মুন্নার বাবা আবু সালাম ভূঁইয়া। তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ এবং বিএসএফ। মতিনগর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট, একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সাথে এক নেশাকারবারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার।পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মতিনগর রায়মুড়া এলাকার বাসিন্দা আবু সালাম ভূঁইয়ার বাড়িতে পিস্তল সহ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ও বিএসএফের ৪২ ব্যাটেলিয়ান ওই এলাকায় রাতভর অভিযান চালিয়েছে। অভিযানে আজ সকালে তার বাড়ি থেকে ৪টি প্যাকেটে মোট ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।   প্রসঙ্গত উল্লেখ্য, আবু সালাম ভূঁইয়ার ছেলে মুন্না। সে কুখ্যাত নেশা পাচারকারী হিসেবে পরিচিত। গত মঙ্গলবারেই মুন্নার দুই সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মুন্না এখনো পলাতক। বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ মুন্নাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে তার বাড়ি থেকে অত্যাধুনিক পিস্তল গুলি উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মুন্না শুধু মাদক পাচারকারী নয়।, সে অস্ত্র ব্যবসায়েও জড়িত।

Leave A Reply