CM Manik Saha moved to Delhi

বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের দুই নবনির্বাচিত সাংসদ পশ্চিম আসনের বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনের কৃতি সিং দেববর্মণ। আগামী ৭ জুন বৃহস্পতিবার নয়াদিল্লীস্থিত বিজেপি সদর দপ্তরে বেলা ১১টায় বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, নীতিন গড়করি, অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। বিজেপি সূত্রে জানা গেছে, ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। যতদূর জানা গেছে, বিজেপির ওই বৈঠকে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রণকৌশলও স্থির করতে আলোচনা করবে। এদিকে বিজেপি সূত্রে জানা গেছে, এনডিএ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী ডা. সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। প্রসঙ্গত,১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলে এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে। বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ আসন।

Leave A Reply