New Tripura Bhavan in Delhi

দিল্লীতে তৈরি হচ্ছে আরও একটি নতুন ত্রিপুরা ভবন। আর সেই ভবন নির্মাণের জন্যে চলতি বছরের ৭ই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটির পক্ষ থেকে প্রায় ২৯৩০ বর্গ মিটার জমি হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার ভবন নির্মাণের জন্যে বরাদ্দ সেই জমি পরিদর্শন করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ২৪০ টি আসনে জয়ী বিজেপি এবং এনডিএর যৌথ জয়ী আসন সংখ্যা মিলিয়ে ৩০৩ টি আসন নিয়ে ৩য় বারের মতো দেশে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ বিজেপি জোট সরকার। আগামীকাল অর্থাৎ রবিবার রাষ্ট্রপতির সামনেই শপথ পাঠ করে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব ভার গ্রহন করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে শুক্রবার দিল্লীতে এনডিএর পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী , বিজেপি নেতৃত্ব সমেত সকলকে সঙ্গে নিয়ে। তাতে যোগদান করতে গতকালই দিল্লী তে চলে যান মুখ্যমন্ত্রী। পরিষদীয় বৈঠক শেষে দিল্লীতেই ছিলেন গতকাল মুখ্যমন্ত্রী।
আজ নতুন দিল্লীর দ্বারকার সেক্টর-১৭’তে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত সেই জমি পরিদর্শন করেন তিনি। আগামী কিছু দিনের মধ্যেই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে দিল্লীতে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এদিন দিল্লীতে উপস্থিত আধিকারিকদের এক অত্যাধুনিক এবং উন্নতমানের ত্রিপুরা ভবন নির্মাণের নির্দেশ দেন এদিন। যদিও নয়া দিল্লির চানক্য পুরির কৌটিল্য মার্গে আগে থেকেই একটি ত্রিপুরা ভবন রয়েছে। তবে দিল্লীতে আরও একটি ত্রিপুরা ভবনের প্রস্তাবনা রেখেছিল রাজ্য সরকার। আর সেই প্রস্তাবনায় সম্মতি দিয়েই বর্তমানে এই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এতে করে ত্রিপুরা থেকে দিল্লী গামী হাজার হাজার পর্যটকদের সুবিধে হবে বলেও আশা ব্যক্ত করেছে রাজ্য সরকার। আর সে নিয়ে রাজ্যের মানুষের মনেও এক প্রকার আনন্দ বিরাজমান। তাই নতুন প্রযুক্তি সম্মত দিল্লির ত্রিপুরা ভবন নির্মাণ এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave A Reply