Yuva Morcha Rally in Bishalgarh

বিরোধী ছাত্র সংগঠন গুলোর অপপ্রচারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ বিজেপি যুব মোর্চা। শনিবার ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। এদিনের মিছিল থেকে তিনি বলেন,৪ জুন ভারতের সর্ববৃষৎ ভোট উৎসবের গণনা শেষে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত হবে এনডিএ সরকার। ভারতবর্ষের মানুষ আবারও নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। তাই দৃপ্ত কন্ঠে আগাম ঘোষণা এখনই দেওয়া যায় ভারতের তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠিত হবে। প্রসঙ্গত পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার গোটা রাজ্যে প্রদেশ যুব মোর্চার আহ্বানে সংগঠিত হয় বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয়ভাবে বিরোধী ছাত্র যুব সংগঠন গুলোর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়েছে আগরতলায়। কৃষ্ণনগর প্রদেশ বিজেপি সদর দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। আগরতলায় এদিনের এই বিক্ষোভ মিছিলের অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এই মিছিল থেকে এদিন সাংবাদিকদের সাথে কথোপকথন কালে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান,
শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে বিগত কয়েকদিন ধরেই বিভ্রান্তি ছড়াতে সরব রয়েছে বাম ছাত্র-যুব সংগঠন সমূহ। এই ধরনের অপ প্রচারে শামিল হয়েছে কংগ্রেসের ছাত্র যুব সংগঠনগুলোও।এবার তাদেরকে পাল্টা দিতে মাঠে নেমেছে প্রদেশ বিজেপি যুব মোর্চা। এই প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বিরোধীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।বাস্তবে বিরোধীদের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হতো। বর্তমানে বিনা চিকিৎসায় কোন রোগীর মৃত্যু হয় না রাজ্যে। তারা আইনশৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। পুরোপুরি মিথ্যাচার করছে সিপিএম এবং তার ছাত্র ও যুব সংগঠন, এরসঙ্গে যোগ দিয়েছে কংগ্রেস । প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে চলা একটি সুশাসনের সরকারকে কালিমা লিপ্ত করা ও নিজেদেরকে প্রচারের আলোতে উঠিয়ে নানার একটি দুর্বল প্রচেষ্টা বিরোধী ছাত্র যুব সংগঠনগুলোর বলে দাবি করলেন মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন বিরোধীরা কিছুদিন ধরে রাজ্যে নাটক মঞ্চস্থ করছে। তাই এবার এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে যুব মোর্চা। বিজেপির ৬০ টি মণ্ডলে বিকাল চার টায় এক যোগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে সদর শহর ও গ্রামীন এলাকার ১৪ টি মণ্ডলের উদ্যোগে এক যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, শনিবারই শেষ হচ্ছে লোকসভা নির্বাচনের অন্তিম পর্ব। ভোটগ্রহণ পর্বে শেষ হবার পরে শুরু হয়ে যাবে এক্সিট পোলের পর্যালোচনা। তবে এটা নিশ্চিন্ত তৃতীয়বারের মতো সরকার গঠন করবে এনডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত হবে এনডিএ’র নতুন মন্ত্রিসভা। উন্নয়নের নিরিখেই ভারতবাসী তৃতীয়বারেও নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

পাচারকারী হানিফ মিয়া, নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে চলছে তদন্ত
Leave A Reply