Yuva Congres Deputation : রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ৮৫টি শূন্য পদ পূর্তির জন্যে নিয়োগ করতে চলেছে। আর সেই নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর । যাতে জানানো হয়েছে আগামী ২৫ ও ২৬শে অক্টোবর তাদের লিখিত ভাবে পরীক্ষা গৃহীত হবে। এই পরীক্ষায় প্রায় ১৮ হাজারের ও বেশি পরীক্ষার্থী যোগদানের জন্যে আবেদন জমা দিয়েছেন।
২০১৮ সালে নয়া সরকার গঠিত হবার পরে ঘোষিত হয়েছিল এক নয়া নিয়োগ নীতি । সেই নিয়োগ নীতি অনুযায়ী এ জাতীয় পরীক্ষার বিজ্ঞপ্তি জারির সাথে সাথে সিলেবাস জারি এবং ওএমআর শিটে পরীক্ষা গ্রহনের কথা বলা হয়েছিল ।
কিন্তু দেখা যায় ২০২১ সালে খোদ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তাদেরই নির্ধারিত নীতি কে উপেক্ষা করে সাদা কাগজে লিখিত আকারে পরীক্ষা গ্রহন করে । এবারেও এই নিয়োগ পরীক্ষায় একই পন্থা অবলম্বন করার আশঙ্কা রয়েছে বলে জানায় যুব কংগ্রেস ।
সম্প্রতি এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলেও এখন অব্দি পরীক্ষার সিলেবাস জারি হয়নি বলে অভিযোগ উঠছে। ততসঙ্গে ওএমআর শিটে পরীক্ষা গ্রহনের দাবি জানানো হয়েছে যাতে পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত হয়।
তাই অতিসত্বর এই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন ভাবে বিজ্ঞপ্তি জারি ও সিলেবাস প্রকাশ এবং ওএমআর সিটে পরীক্ষা গ্রহনের দাবী জানিয়ে শুক্রবার যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের নিকট এক ডেপুটেশান দেওয়া হয়। এই নিয়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের নিকট। উনি বলেন এভাবে নিয়োগ দুর্নীতি বহাল রাখার চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর কথা মাথায় রেখে যোগ্য রা যাতে চাকরি পায় এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দাবিতেই এই ডেপুটেশান।
তাদের দাবী কে মান্যতা দিয়ে অতিসত্বর পূর্ব বিজ্ঞপ্তি বাতিল সহ নতুন ভাবে দিন ক্ষণ ঘোষণা করে সিলেবাস প্রকাশ না করলে আগামী দিনে বড় আন্দোলনে সামিল হবেন বলে জানালেন যুব কংগ্রেস সভাপতি শ্রী সাহা।



