Weed business is not legal

ত্রিপুরার গাঁজা বহিঃরাজ্যে পাচার হতে গিয়েই

আটক জিআরপি থানার হাতে

.আবারো গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আর পি এফ মিলে ২জন অবৈধ নেশা দ্রব্য পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা রেল স্টেশন ১ নং প্লেট ফর্মের কাছ থেকে । ততসঙ্গে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৯৮ কেজি ০৫৫ গ্রাম শুকনো গাজা যা একটি ঠেলা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল তারা। যার মধ্যে ২৪ টি কার্টুনে মোট ২৮২ পেকেট গাঁজা ছিল। জানা যায় তারা এগুলি দেওগর এক্সপ্রেস রেলে করে বিহারে নিয়ে যেতে চেয়েছিল। ধৃত গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য হবে ৩৫ লক্ষ ৭৬ হাজার টাকা। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে। এর মধ্যে আরো কারা যুক্ত আছে,এ নিয়ে জিআরপি থানার পুলিশ তাদের জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান কড়া হচ্ছে। আগামীকাল তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে রিমান্ড চেয়ে। উল্লেখ যে তারা দুজনেই নাকি দেওঘর এক্সপ্রেস ট্রেনে bedroll boy হিসাবে কর্ম রত ছিল। তাদের নাম যথাক্রমে বিট্টু কুমার (২৭) বাড়ি বিহারের বেগুশারায় জেলায় এবং অপরজন আনকুল কুমার (২৩) বাড়ি বিহারের লাকইশারায় জেলায়।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য থেকে প্রায়শই বহিঃ রাজ্যে এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশে ও গাঁজার রমরমা পাচার বানিজ্য চলছে। কখনো সড়ক পথে ছোট বড় গাড়ি কিংবা লরি তে করে আবার কখনো রেল যোগে এই গাঁজা পাচার হয়ে চলেছে। রাজ্য সরকারের নেশা মুক্তির ডাক দিয়ে এই গাঁজা পাচার বানিজ্য কে রুখতে ভরপুর প্রয়াস চালাচ্ছে বটে।
কিন্তু গাঁজা বানিজ্য ত্রিপুরার গাঁজা ব্যবসায়ী দের জন্যে মুনাফা দায়ক বলেও চাষিরা দাবী করেছেন। অন্যদিকে যেহেতু গাঁজা বহিরাজ্যে যায়, তাতে করে ত্রিপুরায় এর তেমন কোনো ক্ষতি কর প্রভাব নেই। সুতরাং গাঁজা বানিজ্য কে আইনি স্বীকৃতি দেওয়ার ও দাবী উঠেছে বহুবার। যদিও এই নিয়ে বর্তমান রাজ্য সরকার তেমন কোনো পসিটিভ বার্তা দেননি।

 

Minor rape incidence : নির্জনতার সুযোগে স্কুল পড়ুয়া নাবালিকা কে জোরপূর্বক ধর্ষণের দায়ে গ্রেফতার যুবক

Leave A Reply