খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:54 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৫৪ অপরাহ্ণ

Tripura News : চার বছরের কন্যাসন্তানকে ফেলে পরপুরুষের সঙ্গে পালালেন গৃহবধূ

Tripura News
1 minute read

Tripura News : মাত্র চার বছর বয়স মেয়েটির। মা বলে ডাকার সেই কণ্ঠ আজ নিঃশব্দ। কারণ, যে মা তাকে আদর করতেন, ছায়ার মতো আগলে রাখতেন, সেই মা-ই আজ তাকে ফেলে রেখে চলে গেছেন এক পরপুরুষের সঙ্গে।

বছর চারের মেয়েকে ফেলে রেখে এক গৃহবধূ পরকীয়ার টানে পালিয়েছেন এক প্রতিবেশী যুবকের সঙ্গে। নিখোঁজ গৃহবধূর নাম সাগরিকা দাস। বয়স ২১।

ঘটনাটি ঘটেছে পশ্চিম গোকুলনগর ভারত বিশ্বাসপাড়ায়।
জানা গেছে ১২ই জুন, সকালে গৃহবধূ সাগরিকা দাস তার স্বামী কে জানান যে, তিনি বান্ধবীর বাড়ি যাচ্ছেন। এরপর দুপুর নাগাদ খানিক সময়ের জন্য স্বামী প্রসেনজিৎ বিশ্বাসের কাছে ফোন করলেও, কিছুই জানায়নি সাগরিকা। সেদিনই শেষবারের মতো তাঁকে দেখা যায়। এবং এরপর কোনো ভাবেই তাকে খুঁজে পাওয়া যায় নি এবং তার মোবাইল ফোন ও সুইচ অফ। তারপর থেকেই শুরু হয় খুঁজাখুঁজি। বহু খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি প্রতিবেশী রাহুল চৌধুরীর সঙ্গে পালিয়ে গেছেন।

ঘরে অপেক্ষা করছে এক অসহায় শিশু – মায়ের প্রতীক্ষায়। আর একপাশে হতভম্ব হয়ে পড়েছে স্বামী।

এই ঘটনার পর, শুক্রবার বিশালগড় মহিলা থানায় রাহুল চৌধুরীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সাগরিকা দাসের স্বামী প্রসেনজিৎ বিশ্বাস। পুলিসের কাছে এখন উনার দাবি সাগরিকাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা হোক।

For All Latest Updates

ভিডিও