Tripura Manu News : ধলাই জেলার মনু রেল ব্রিজ সংলগ্ন মনু নদীর পাশে ঘটে গেল এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনা। সবজি চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় কৃষকেরা ধরে গণপিটুনি দেয়। সেই পিটুনিতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, আর বুধবার সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় নদীর পাড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মনু রেল ব্রিজ সংলগ্ন এলাকার এক চরে অবস্থিত সবজি খেতে ঢুকে চুরি করার চেষ্টা করছিলেন। সেই সময় কৃষকদের নজরে পড়ে যান তিনি।
তারা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে এবং উত্তেজনার বশে শুরু হয় মারধর। একপর্যায়ে অতিরিক্ত মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই প্রাণ হারান।
বুধবার সকালে এলাকাবাসীরা মৃতদেহটি দেখে মনু থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনু থানার পুলিশ এবং লংতরাইভ্যালি মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃতদেহে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে এই ঘটনার ন্যায়সঙ্গততা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে কেউ কেউ বলছেন, চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে, প্রশাসন যদি আগে থেকেই ব্যবস্থা নিত, তাহলে এমন ঘটনা ঘটত না।
মনু থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়ে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এই ধরণের ঘটনা এই প্রথম নয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা এখন রোজকার খবর। আইন আরো কঠোর না হলে এরকম ধরণের ঘটনা কখনোই কমবে না।