খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 16 July 2025 - 07:21 AM
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ০৭:২১ পূর্বাহ্ণ

Tripura Job Recruitement Notice : ত্রিপুরায় শিক্ষক সংকট নিরসনে রাজ্য সরকারের বড় পদক্ষেপ, নিযুক্ত হবেন ১৬০০-এর বেশি শিক্ষক

Tripura Job Recruitement Notice
1 minute read

Tripura Job Recruitement Notice : ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে নতুন করে ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) শিক্ষক এবং ৭০০ জন গ্র্যাজুয়েট (জিটি) শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

দীর্ঘদিন ধরেই ত্রিপুরার বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক স্বল্পতা অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছিল। এই সংকটের প্রেক্ষাপটে, রাজ্য সরকার এবার এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এদিন মন্ত্রী জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষক নিয়োগ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর করতে স্বাস্থ্য দপ্তরে ৬ জন মেডিকেল অফিসার (ডেন্টাল) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, খুব শীঘ্রই বিশেষ নির্বাহী (স্পেশাল এক্সিকিউটিভ) পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোকবল বাড়ানো এবং নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য প্রশাসনের মতে, এই পদক্ষেপগুলি সরকারি পরিষেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সিদ্ধান্তগুলি কেবল এককালীন পদক্ষেপ নয়, বরং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।

For All Latest Updates

ভিডিও