খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:43 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ণ

Tripura Durga Puja 2025 : ২৩ টি মস্তক ও ৪২ টি ভুজা বিশিষ্ট দুর্গা প্রতিমা এবারের পুজোর বিশেষ আকর্ষণ

Tripura Durga Puja 2025
1 minute read

Tripura Durga Puja 2025 : আগরতলা শহর জুড়ে আগমনী কে কেন্দ্র করে চলছে সাজ সজ্জা। প্রতিটি পুজো প্যান্ডেল সেজে উঠছে নানা রূপে। বিশেষ করে বনেদী পুজো ক্লাব গুলো প্রতিবারের মতোই এবারেও ভিন্ন ভিন্ন আকর্ষণ তুলে ধরতে জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে ঊষাবাজার সিঙ্গারবিল স্থিত বিশ্ব মিলন সংঘ ক্লাব।

বহু দশক যাবত এই ক্লাব টি দুর্গোৎসবে তাদের অভূতপূর্ব প্যান্ডেল ও পুজো থিম দিয়ে দর্শকদের নজ্র কেড়ে আসছে। তাই এবারেও ভিন্ন নয়। এবছর কেদারনাথ ধাম এর আদলে সেজে উঠছে পুজো প্যান্ডেল। আর তাঁর চাইতে ও বেশি আকর্ষণীয় হতে চলেছে কাল্পনিক দেবী প্রতিমা। যা মূলত ২৩ টি মস্তক ও ৪২ টি ভুজা বিশিষ্ট দেবী দুর্গার প্রতিমা হতে চলেছে বলে জানা গেছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ক্লাব ও সংশ্লিষ্ট এলাকার তরুণ প্রজন্ম এবং প্রবীণ দের সম্মিলিত চিন্তাধারা মুলেই এই কাল্পনিক মায়ের প্রতিমা নির্মাণ করা হচ্ছে। প্যান্ডেল ও মূর্তি উভয়ই নির্মাণ করছেন স্থানীয় শিল্পীরা। এর মধ্যে লঙ্কা মুড়ার রঞ্জিত নম নামের মূর্তি কারিগর এর হাত ধরেই সেজে উঠছে মায়ের প্রতিমা। দেবী আদ্যাশক্তির নানা রূপ কে একই মূর্তির মধ্যে জাগিয়ে তুলার পরিকল্পনা নিয়ে এই বিশেষ আয়োজন বলে জানা গেছে। তবে এবছর বাজেট তাদের তেমন বেশি নয়।

৫ থেকে ৬ লক্ষ টাকার বাজেটের মধ্যেই পুজো আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও ভোকাল ফর লোকাল কে প্রাধান্য দিয়ে সম্পুন বাঁশ বেত শিল্প কে কাজে লাগিয়ে প্যান্ডেল নির্মাণ চলছে বলেও জানানো হয়েছে। আগামী ২৭শে সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর দিনে সাংসদ বিপ্লব কুমার দেব এর হাত ধরে পুজোর উদ্বোধন হবে বলে জানা গেছে।

এছাড়া এই পুজো চলাকালীন মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন থাকছে। তবে বলা বাহুল্য, এক সময় মানব মূর্তি দ্বারা লক্ষ লক্ষ দর্শনার্থীদের কাছে টানতে সফল এই ক্লাবের এবারের পুজো ও যে দর্শনার্থীদের বেশ ভালো লাগবে তাতে সন্দেহ নেই।

For All Latest Updates

ভিডিও