খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 01:40 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০১:৪০ পূর্বাহ্ণ

Tripura Drugs Peddler News : নেশা পাচার করতে গিয়ে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা সংস্থার হাতে ধরা বাংলাদেশী যুবক

Tripura Drugs Peddler News
1 minute read

Tripura Drugs Peddler News : ত্রিপুরা কে নেশা মুক্ত করতে পুলিশ প্রশাসন কে ফ্রি হ্যান্ড দিয়েছে রাজ্য সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সেই নির্দেশ মোতাবেক ত্রিপুরা পুলিশ জোর কদমে নেশার ঘাটি গুলোতে উৎখাত করতে এবং বেআইনি নেশা সামগ্রী জব্দ করতে একের পর এক অভিযান চালিয়ে সফল হচ্ছে। বলা বাহুল্য মানিক সাহা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হবার পর থেকে নেশার রমরমা বানিজ্যে অনেকটাই ভাটা পড়েছে।

এবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশী যুবক কে আটক করতে পেরেছে ত্রিপুরা পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি থানার পুলিশ সীমান্তবর্তী লংকামুরা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে। তার কাছে পাওয়া গেছে প্রচুর পরিমাণে কফ সিরাপ ।

তার কাছ থেকে প্রায় ২৫ টি কফ সিরাপের বোতল পাওয়া গেছে। যার বাজার মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা হবে বলে জানা গেছে। ধৃত যুবকের নাম হোসেন মিয়া। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ায় বলে জানা গেছে।

পরবর্তীতে ওই যুবককে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে সোপে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছেন আগরতলা পশ্চিম থানার সেকেন্ড ওসি শ্যাম শঙ্কর রিয়াং। তিনি আরও জানিয়েছেন এই নিয়ে তদন্ত জারি রয়েছে। এধরণের নেশা পাচারকারী দের বাগে আনতে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ।

For All Latest Updates

ভিডিও