Tripura BJP Clash : মুখ্যমন্ত্রী কে রাখি পড়ালেন অথচ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে কেন পড়ালেন না ? এই বিতর্ক কে ঘিরে এক মহিলা বিজেপি কার্যকর্তা কে ঘর ছাড়া করলো প্রাক্তন বুথ সভাপতি । মানিক পক্ষ আর বিলব পক্ষের বিবাদ এবার যেন একেবারে স্পষ্ট ভাবে উঠে এলো সামনে।
বর্তমানে ত্রিপুরা রাজ্যের শাসন ভাঁড় এমন একটি দলের হাতে ন্যস্ত যেখানে গোষ্ঠী কোন্দলের জেরে খোদ দলের অন্দরেই ভাঙ্গা চোরা অবস্থা। সেই ভাঙ্গন জোড়া দেবেন, নাকি জনসেবা করবেন জননেতারা – সেই টুকু বিচার করা ও এখন দায়।
প্রসঙ্গত, প্রতাপগড় মণ্ডলের এক নেত্রী চলতি বছর রাখি পূর্ণিমা উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা কে রাখি পড়ান। কিন্তু বিপ্লব দেব কে পড়ান নি। কেন তিনি বিপ্লব দেব কে রাখি পোড়ালেন না সেই প্রশ্ন তুলে বিপ্লব জামানায় ১৩ প্রতাপগড়ের ৪২ নং ওয়ার্ড এর ১২ নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ ঐ মহিলা কে ফোন করে গাল মন্দ করে। আর সেই কল রেকর্ডিং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় সহদেব।
এদিকে বর্তমান মণ্ডল সভাপতি স্বপ্না দেব এর কৃপায় উক্ত মহিলা একটি অঙ্গনওয়ারী সেন্টারে যোগ দেবার জন্যে সুযোগ পায়। সেই থেকেই সহদেব দেবনাথ হিংসাত্মক ভাব প্রকাশ করে এই মহিলা কে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। তাঁর মতে সে দীর্ঘদিন এই পার্টির হয়ে কাজ করছে। সুতরাং তাঁর স্ত্রী কে কেন এই অঙ্গন ওয়ারী সেন্টারে কাজে নিয়োগ করা হল না ? তাই উক্ত নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সহদেব এমনটাই অভিযোগ।
এই নিয়ে উক্ত নেত্রীর বাড়িতে ঝট ঝামেলার জেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাঁর স্বামী। দুই সন্তান রয়েছে তাঁর। বর্তমানে একটি সন্তান কে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ঐ মহিলা। অন্যদিকে অপর সন্তান রয়েছে বাড়িতে।
দুই গোষ্ঠীর রাজনৈতিক ক্লেশ এর জেরে বর্তমানে বিজেপি দলের কর্মীরাই চরম ভোগান্তিতে। এদিন মহিলা কমিশনের স্বারস্থ হয়ে গোটা বিষয় জানিয়ে বিচার চাইলেন ঐ মহিলা নেত্রী। অন্যদিকে, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার সমাধান চেয়েছেন তিনি।



