Tripura backery association
বাজারের ক্রমবর্ধমান দ্রব্য মূল্যের সাথে পাল্লা দিয়ে বাড়লো বেকারি খাদ্য সামগ্রীর দাম
বাজারে অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দ্রব্য মূল্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আনুসাঙ্গিক অন্যান্য খাবারের দাম ও। রেস্তরাঁর পাক্বান হোক অথবা স্ট্রিট ফুড। সব কিছুরই মূল্য ক্রমশই বাড়ছে। একই সাথে এবার মূল্য বৃদ্ধি করা হয়েছে বেকারি আইটেম এর ও।
কিছুদিন আগে ১০ই নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ছিলেন ত্রিপুরা বেকারি এসোসিয়েশানের সদস্যরা। রাজ্য বাসীর সহযোগিতা কামনা করে জানিয়েছিলেন চলতি মাসেই বাড়তে পারে বেকারি সামগ্রীর দাম। এবার সেই সিদ্ধান্তেই মোহর লাগিয়েছে এসোসিয়েশান।
আজ বুধবার আরও এক সাংবাদিক বৈঠক করে বেকারি খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির কথা জানিয়েছেন তারা। ততসঙ্গে কোন খাবার আইটেম এর ওজন অনুযায়ী কত রয়েছে বর্ধিত মূল্য সেটিও প্রকাশ করা হয়েছে।
সেই অনুযায়ী ,
বেকারি আইটেম “Bread & Bun” এর মধ্যে –
৭০-৮০গ্রাম ওজনের ব্রেড ১৫/- ,
১৬০-১৭০গ্রাম ব্রেড ২৫/-,
২৪০-২৫০গ্রাম ব্রেড ৩৫ টাকা ,
৭০-৮০গ্রাম (৫ পিস) বন ১৫/-,
১৫০-১৬০ গ্রাম (৪ পিস) বন ২৫ টাকা করা হয়েছে।
কেক এর মধ্যে –
৫০-৬০গ্রাম ১৫/-,
নৌকা কেক ১৫০-১৬০গ্রাম (৪ পিস) ২৫/-,
শুকনো কেক ৯০-১০০ গ্রাম (৫ পিস) ১৫ টাকা করা হয়েছে।
বিস্কিট , কুকিজ ও পাফ এর মধ্যে –
কুকিজ ১২০-১৩০ গ্রাম (৮ পিস) ২৫ টাকা
বক্স বিস্কিট ২২০-২৪০গ্রাম (১২ পিস) ৭০/-
বিস্কিট ১২০-১৩০গ্রাম (১৬ পিস) ২৫ টাকা
বিস্কিট ১৮০গ্রাম ৩৫/-
পাফ (৪ পিস) ২৫ টাকা
এছাড়া কাউন্টারের রিটেইল আইটেম এর মধ্যে
বার্থ ডে কেক ১কেজি ৮০০/-
নিরামিষ পাফ ১৫/- প্রতি পিস
চিকেন পাফ ২০/- প্রতি পিস করা হয়েছে।
উক্ত তালিকা সম্প্রচারের জন্যে ও প্রকাশ করেছেন এসোসিয়েশান। উল্লেখ্য , আগামী ২৫শে নভেম্বর থেকে প্রতিটি বেকারি দ্রব্যের উপর এই নির্ধারিত মূল্য ধার্য করা হবে।