খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 10 July 2025 - 03:41 AM
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ - ০৩:৪১ পূর্বাহ্ণ

Teliamura Foreign Liquor : তেলিয়ামুড়ায় মাদকবিরোধী অভিযানে সাফল্য – রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার

Teliamura Foreign Liquor
1 minute read

Teliamura Foreign Liquor : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। শহরের রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার বাজারমূল্যের ব্রাউন সুগারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকায় দুই যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ ও দেহতল্লাশি করেন। সেই সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়।

ধৃত দুই যুবক, দ্বীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ, উভয়ই মোহনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তারা রেলপথে তেলিয়ামুড়ায় এসে মোহনপুর যাওয়ার পরিকল্পনায় ছিল।

ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে গিয়ে এন.ডি.পি.এস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মাদকের উৎস ও সম্ভাব্য পাচারচক্র সম্পর্কে তথ্য সংগ্রহে সচেষ্ট।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকা প্রসংশিত হচ্ছে।

প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে যুবসমাজের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা সামাজিক ও পারিবারিক পরিকাঠামোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বহিরাগত চক্রগুলি এই রাজ্যে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে বারবার অভিযান পরিচালিত হলেও পুরোপুরি রোধ করা যায়নি এই অনৈতিক প্রবণতা। সমাজের সর্বস্তরের সচেতনতা এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমেই নেশার এই বিপজ্জনক বিস্তার রোধ সম্ভব।

For All Latest Updates

ভিডিও