. Sushanta Chowdhury inaugurates 5 new bus : খাদ্য দপ্তরের কেন্দ্রীয় গুদামে ৫ টি লরির যাত্রা শুরু, শ্রমিকদের আর্থিক সংস্থানের দিকেও নেওয়া হবে ইতিবাচক ভূমিকা
Sushanta Chowdhury inaugurates 5 new bus

দেশে ঘটেছে প্রত্যাবর্তন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও, ২৪০ টি আসন নিয়ে দেশ জুড়ে ১ নম্বরে বিজেপি। এনডিএ জোট সরকারের পুনঃআগমনে এবার দেশ তথা রাজ্যের মানুষ ও একাধিক সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন। পণ্য থেকে প্রযুক্তি সব দিকেই আগামী ৫ বছরে আরও প্রভূত উন্নতি সাধনের পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। আর তার সুফল ভোগ করতে পারবেন শ্রমজীবী অংশের মানুষেরা ও।
কেন্দ্রে প্রত্যাবর্তিত এনডিএ সরকার এর হাত ধরেই এবার রাজ্যের খাদ্য দপ্তরেও বেশ কিছু বাড়তি সুযোগ এর ব্যবস্থা করা হয়েছে।
আজ খাদ্য দপ্তরের উদ্যোগে আগরতলা অরুন্ধতীনগর স্থিত কেন্দ্রীয় গুদাম থেকে ৫ টি লরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাট ধরে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাঁচটি লরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জওহর সাহা, খাদ্য দপ্তরে সচিব রাভেল হেমেন্দ্রকুমার, অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্যরা। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন রাজ্যের প্রতিদিনের নিত্যপন্য সামগ্রী পরিবহনের জন্য দপ্তর থেকে এই পাঁচটি গাড়ি ক্রয় করা হয়েছে। এই ৫টি গাড়ি বাবদ ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে খাদ্য দপ্তরের অধীনে ১৭ টি গাড়ি রয়েছে তার সঙ্গে যুক্ত হলো আরো পাঁচটি গাড়ি। এখন মোট ২২ টি খাদ্য দপ্তরের নিজস্ব গাড়ির মাধ্যমে রাজ্য ব্যাপি খাদ্য পণ্য পরিবাহিত হবে। এ গাড়ি ক্রয় প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের পিডিএস তথা পাবলিক ডিস্ট্রিবিউশান সিস্টেম কে আরো শক্তিশালী করার লক্ষ্যেই দপ্তর কাজ করছে আর সেজন্যেই রাজ্য জুড়ে ডিস্ট্রিবিউশানের পরিমাণ বাড়াতে আরও ৫ টি গাড়ির সংযুক্তি। কেন্দ্রীয় গুদাম সহ বিভিন্ন গুদাম গুলি কে আধুনিকীকরণ করার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
তিনি আরো বলেন গন বন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতেই উন্নত পরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে খাদ্য গুদামে কর্মরত শ্রমিকদের আর্থিক সংস্থানের বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
রাজ্যব্যাপি প্রায় ৬০০ জন শ্রমিক খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছেন । তার মধ্যে ২৫ জন রয়েছেন মহিলা শ্রমিক। কিছুদিন আগেই খাদ্য দপ্তরে কর্মরত শ্রমিকদের মুজুরি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০৮ টাকা করেছিল খাদ্য দপ্তর। আগামী দিনে এই মজুরী আরও বৃদ্ধি করা হবে বলে খাদ্য দপ্তরে কর্মরত শ্রমিকদের আশ্বস্ত করেছেন মন্ত্রী। তাছাড়া অরুন্ধতি নগর স্থিত খাদ্য দপ্তরের কেন্দ্রীয় গুদাম কে কিভাবে আরও উন্নত তর করা যায় সেই প্রয়াস ও জারি থাকবে দপ্তরের, বললেন সুশান্ত চৌধুরী।

Leave A Reply