Sushanta Chowdhury at Assam rifles
আগরতলা আসাম রাইফেলস সদর দপ্তর এর 21 সেক্টরের তত্ত্বাবধানে আজ একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের এই মেগা রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক বিভাগের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রক্তদান শিবির বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি অপরিহার্য সামাজিক কর্মসূচী হয়ে দাঁড়িয়েছে। যে রক্তের কোনো বিকল্প নেই , যা কেবলমাত্র এক ব্যক্তিরদেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে পারে সেই রক্তের যোগান অক্ষুণ্ণ রাখতে যে কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা অত্যাবশ্যকীয় বিষয়। রাজ্যে পূর্বের তুলনায় যদিও রক্তের যোগান অনেকটাই কমে গেছে বলে বিভিন্ন সময় তথ্য প্রকাশ পেয়েছে। আজ আসাম রাইফেলস এ আয়োজিত শিবিরে অংশ গ্রহন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও একই কথা বলনে, প্রয়োজনের তুলনায় রক্তের যোগান অনেকটাই কম।
রাজ্যে করোনা কালীন পরিস্থিতির আগেও ব্যপক হারে রক্ত দান শিবিরের আয়োজন হতো। কিন্তু বর্তমান সময়ে সেই উদ্যোগ অনেকটাই কমে গেছে। হাসপাতাল গুলোতে প্রায়শই রক্তের জন্যে ত্রাহি ত্রাহি অবস্থা দেখা যায়।
অন্যদিকে একটা অংশের সমাজদ্রোহী রক্ত নিয়ে বানিজ্য করার কু মন্তব্য পোষণ করছে। সব কিছু উপেক্ষা করে সমাজের হিতে রক্ত দান শিবিরের আয়োজন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
তাছাড়া রক্তদান শুধু মাত্র অন্যের সাহায্য করা নয়। রক্ত দানের মধ্যে দিয়ে একজন রক্তদাতা নিজেকে ও সাহায্য করতে পারেন। রক্ত দানের ফলে সেই রক্তের পরীক্ষা নিরিক্ষার পর কোনো ডোনারের কিছু শারীরিক সমস্যার সন্ধান পাওয়া যায় সেটাও জানা যায় এবং চিকিৎসা করানো যায়। তাছাড়া একজন ব্যক্তি তার দেহের রক্ত দিয়ে মোট ৪ জনের জীবন বাঁচাতে পারেন , এ কথা অনেকেই জানেন।
তাই রক্তদানের মতো মহৎ কাজে নির্দ্বিধায় এগিয়ে আশা উচিৎ সকলের। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সকল রক্ত দাতা দের অনুপ্রাণিত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগামী দিনেও যেন সকলে এভাবেই স্ব উদ্যোগে রক্তদানের মতো মহতী কাজের অংশীদার হন সেই আহ্বান ও রেখেছেন তিনি।