Student protest in Melaghar

২৪ ঘটা অতিক্রমের আগেই এবার শিক্ষক বদলির মোদ্দায় বিক্ষোভ ছড়িয়েছে সোনামুড়া থানাধীন মেলাঘর এলাকায়। মেলাঘর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রীরা আজ একই বিষয় কে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। তবে এবার আর কোনো রাষ্ট্র বাদী নেতার হিম্মত হয়নি তাদের রোখার।
উল্লেখ্য, ধর্ম নগরে গতকাল শিক্ষক বদলি করার বিষয় কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে বিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের কে রীতিমতো হুমকি ধমকি এমনকি গায়ে হাত তোলার মতো অভিযোগ উঠেছিল কতিপয় রাষ্ট্র বাদী নেতাদের বিরুদ্ধে। এই নিয়ে গতকাল গোটা দিন ব্যাপক সরগরম ছিল ধর্মনগর। আজ একই সমস্যা উত্থাপন করেছে মেলাঘর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা।
একে তো রাজ্যের শিক্ষা ব্যাবস্থা তলানিতে। ১০৩২৩ এর ছাটাই এর পর থেকে চরম শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্যের প্রত্যকেটি স্কুল। টেট পাশ করা স্টুডেন্ট থাকলেও, নিয়োগ নেই, তাই চাকরি ও নেই। বাড়ছে বেকারত্ব। ধ্বংসের পথে অগ্রসর রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ। নেই কোনো কুয়ালিটি এডুকেশান। নয়া শিক্ষানীতি চালু হলেও, স্কুল কলেজে নেই দক্ষ শিক্ষক কিংবা প্রফেসার।
মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী নিজে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হয়েও শিক্ষা ব্যবস্থায় কেন কোনো রূপ প্রশংসনীয় পরিবর্তন আনতে পারছেন না ? কেন মুখ থুবড়ে পড়ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ? কেন রাজ্যের প্রায় ৯০০ এর ও বেশি বিদ্যালয় হতে চলেছে বন্ধ , জানতে চাইছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।
এদিকে শিক্ষক স্বল্পতা দূরীকরণ তো বহুদুর, উল্টে বিদ্যালয় গুলি থেকে শিক্ষক দের বদলি করে দেওয়া হচ্ছে। আর সেই শুন্যপদে তৎক্ষণাৎ নিয়োগ করা হচ্ছে না নতুন কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই আজ শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে নামলো মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
সরকারি দপ্তরের যেকোনো কর্মচারী অন্যত্র বদলি করা সরকারের দায়িত্ব এবং অধিকার ও বটে । সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বদলি করা হলে তেমন কোন সমস্যা তৈরি হয় না। কিন্তু শিক্ষাবিভাগে বা স্কুল-কলেজের ক্ষেত্রে যদি তাদের প্রিয় শিক্ষক বদলি হয় তাহলে শুরু হয়ে যায় ঝামেলা আর এটা খুবই স্বাভাবিক বিষয়। প্রিয় শিক্ষক বদলি হয়েছে তাই মানতে নারাজ ছাত্র ছাত্রীরা।
মেলাঘর দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষক সেন্টু মন্ডলকে মেলাঘর দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু উনার বদলি ছাত্রীরা মানতে নারাজ। তাই তারা ঐ শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য আজ মেলাঘর টু সোনামুড়া, মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধে বসেন। তাদের অবরোধের কথা শুনে ছুটে আসেন মেলাঘরের পৌরসভার সি ইউ তথা dcm.। অবশেষে dcm এর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা। যদিও তাদের দাবী অনুযায়ী উক্ত শিক্ষকের বদলি থামিয়ে দেওয়া হবে কিনা কিংবা সেই শূন্য স্থান পুরনে তাৎক্ষণিক ব্যবস্থা গৃহীত হবে কি না সেই নিয়ে কোনো লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে এদিনের এই ঘটনায় একদিকে যেমন যান চলাচল স্থগিত হয়ে পরে তেমনি একটা বিষয় ও পরিস্ফুট হয়ে যায় যে শিক্ষা দপ্তরে এবার হয়তো সরকারের ও মর্জি মাফিক বদল কে আর মাথা নত করে স্বীকার করে নেবে না শিক্ষার্থীরা।

Leave A Reply