খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Sidhai Mohanpur News : নেশা বানিজ্যে পুরুষের সাথে এগিয়ে মহিলারাও, মোহনপুর থেকে গাঁজা পাচারকালে আটক ২ মহিলা

Sidhai Mohanpur News
1 minute read

Sidhai Mohanpur News : নারী পুরুষ সমান সমান। এই কথা আজ আর কেবলমাত্র উন্নয়ন, শিক্ষা, চাকরি , পেশাগত কিংবা সাংসারিক দায়িত্ব পালনের যোগ্যতা অব্দি সীমাবদ্ধ নেই। অপরাধের জগতেও এই উক্তি সমান ভাবে প্রযোজ্য। কারণ পুরুষের সাথে সাথে এবার নেশা কিংবা পাচার বাণিজ্যের মতো অবৈধ ও অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ার প্রবণতা এখন মহিলাদের মধ্যেও বেশি।

প্রায়শই ত্রিপুরার বিভিন্ন থানাধীন এলাকা গুলিতে লুকিয়ে চুরিয়ে নেশা পাচার কাণ্ড চালাচ্ছে রাজ্য কিংবা বহিঃরাজ্যের বহু মহিলারা। রীতিমতো তারা ধরা ও পড়ছে। একই ভাবে এবার শনিবারে সিধাই থানাধীন এলাকা থেকে লেফুঙ্গা থানার পুলিশের হাতে আটক হল দুই নেশা পাচারকারী মহিলা।

সিধাই থানার নাকের ডগা থেকে গাঁজা কিনে নিয়ে যাওয়ার সময় লেফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় আসামের করিমগঞ্জের 2 মহিলা নেশা কারবারি। জানা যায় সিধাই থানাধীন মোহনপুরের শনিতলা থেকে রাকেশ সরকার নামের কতিপয় নেশা কারবারি থেকে গাঁজা কিনে নিয়ে যাওয়ার সময় আটক হয় তারা। ধৃত গাজার পরিমাণ ছিল প্রায় 20 কেজি ।

লেম্বুছড়া স্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলা গামী একটি সিএনজি বাস যার নম্বর TR 01 C 1306 , তাতে তল্লাশি চালিয়ে 20কেজি গাঁজা সহ 2 মহিলাকে আটক করে লেফুঙ্গা থানার পুলিশ।

প্রাথমিক তদন্ত করে জানা যায় তাদের বাড়ি আসামের করিমগঞ্জে এবং তাদের কাছ থেকে পাওয়া গেছে ভারতীয় পরিচয় পত্র । যাতে তাদের নাম ম্যাম্পি দেব ও ঝিমলি দেব । যদিও সেই আধার কার্ড জাল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ ।

তবে তারা একটা নেশা কারবার চক্রের সঙ্গে যুক্ত তা স্পষ্ট । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস ঘটনার বিবরন তুলে ধরেন। অতঃপর তাদের বিরুদ্ধে জোর তদন্ত চালানো হচ্ছে এবং এনডিপিএস মামলা নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এধরণের অভিযান আগামী দিনেও জারি রাখার আশ্বাস দিয়েছেন থানার ওসি।

For All Latest Updates

ভিডিও