খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 14 July 2025 - 12:21 AM
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ণ

Shailendra Chandra Nath : উন্নয়নের নামে প্রহসন চলছে যুবরাজনগরের কৃষ্ণপুর-পদ্মপুর রাস্তা নিয়ে

Shailendra Chandra Nath
1 minute read

Shailendra Chandra Nath : উত্তর ত্রিপুরার যুবরাজনগরের কৃষ্ণপুর থেকে পদ্মপুর পর্যন্ত একমাত্র সংযোগ রাস্তাটি তৈরির মাত্র দুই মাসের মধ্যেই তার করুণ চিত্র সামনে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, বরাদ্দকৃত অর্থ থাকা সত্ত্বেও নির্মাণের মান একেবারেই নিম্নমানের হওয়ায় এই রাস্তা এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

জানা গেছে, ‘জে সি নাথ অ্যান্ড কনস্ট্রাকশন’ নামক ঠিকাদার সংস্থাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, যা এক বছরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ ছিল। যদিও প্রকল্পটি শেষ হয়েছে মাত্র দুমাস আগে, তারই মধ্যে রাস্তার ছাল উঠে গিয়েছে বিভিন্ন স্থানে। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং কাজের সময়েও তদারকির অভাব ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, এই দুরবস্থার পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। তাঁদের মতে, এলাকার এক প্রভাবশালী নেত্রীর মদতেই প্রকল্পে ব্যাপক অর্থনৈতিক অনিয়ম হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি তুলেছেন যে রাস্তার পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত বরাদ্দকৃত অর্থ যেন সম্পূর্ণভাবে প্রদান না করা হয়।

এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে রাস্তা পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত বরাতপ্রাপ্ত সংস্থাকে সম্পূর্ণ অর্থ না দেওয়া হয় এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়।

এই ঘটনা আবারও সামনে এনেছে সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের চিত্র। প্রশাসনের পক্ষ থেকে কবে এবং কীভাবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে, তার অপেক্ষায় এলাকাবাসী।

For All Latest Updates

ভিডিও