খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 28 October 2025 - 02:34 AM
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ - ০২:৩৪ পূর্বাহ্ণ

SFI TSU Protest : শান্তিরবাজারে শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সরব এসএফআই টিএসইউ

SFI TSU Protest
1 minute read

SFI TSU Protest : সুশাসনের রাজ্যে স্কুল পড়ুয়ারা কচি কাঁচা দের উপর লাঠী চার্জ করে পুলিশ। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে ? মুখ্যমন্ত্রী যেখানে নিজেই শিক্ষা ও স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সেখানে এধরণের ঘটনা কোনোভাবেই মানা যায় কি ?

প্রসঙ্গত শান্তির বাজার রামরাই পাড়া তে গতকাল বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক কে বদলি করে দেবার প্রতিবাদে আন্দোলন রত শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে সেখানকার পুলিশ। হুমকি ধমকি তো ছিলই। এই ঘটনার জেরে পরপর ৫ জন শিক্ষার্থী কে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী হতে হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেব।

আজ এসএফআই টিএসইউ এর পক্ষ থেকে পুলিশের এই বর্বর আচরনের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা ও তাদের অধিকার রক্ষার দাবীতে রাজধানীর রাজপথে এক মিছিল এর আহ্বান জানানো হল। মেলারমাঠ থেকে শুরু হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

একদিকে সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাঁর প্রাক মুহূর্তে শিক্ষক দের বদলি করে দেবার ফলে শিক্ষার্থীদের পরাশুনার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ছে । আর সেকারনেই শিক্ষার্থীরা দাবী করেছিল তাদের শিক্ষক দের যেন বদলি না করা হয়।

এই নিয়ে গত পরশু আন্দোলন করার পর তাদের কে আশ্বস্ত করা হয় যে বদলি করা হবে না। কিন্তু গতকাল স্কুলে গিয়ে তারা দেখতে পায় যে নতুন শিক্ষকরা স্কুলে এসেছে। পুরাতন শিক্ষক রা নেই। এর পরেই আবারো ক্ষুব্ধ হয়ে এদিন ক্লাস বয়কট করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় মাধ্যমিক এর শিক্ষার্থীরা। তাঁর পরেই তাদের উপর নানা বিধ চাপ সৃষ্টি করে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ। অবশেষে তাদের উপর লাঠি চার্জ অব্দি করা হয়।

এই সমস্ত ঘটনা অত্যন্ত নিন্দনীয় হবার পাশাপাশি স্পর্শ কাতর ও বটে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে মুখ্যমন্ত্রী আঁটে ন্যস্ত সেখানে যখন তখন শিক্ষক বদলি করা শিক্ষা মহলে কি প্রভাব ফেলছে তা যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজনীয়। ততসঙ্গে পুলিশ প্রশাসন এর এধরণের আচরনের পর দোষী দের বাছাই করে অতিসত্বর তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করা ও একান্তই প্রয়োজন। এমনটাই দাবী জানায় এদিন এসএফআই ও টি এসইউ।

For All Latest Updates

ভিডিও