খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 09:29 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:২৯ অপরাহ্ণ

Sahajan Islam Father Released on Bail : মতপ্রকাশের ‘অপরাধে’ এক মাস তিনদিন জেলে কংগ্রেস নেতার পরিবার, অথচ হামলাকারীরা অদৃশ্য!

Sahajan Islam Father Released on Bail
1 minute read

Sahajan Islam Father Released on Bail : ত্রিপুরা, একসময় শান্তিপূর্ণ রাজনীতির মঞ্চ, আজ যেন পরিণত হয়েছে সংঘাতের আগুনে পোড়া ভূমিতে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার ‘অপরাধে’ কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের পরিবারকে চরম মূল্য দিতে হল—তাদের বাড়ি লক্ষ্য করে হামলা, প্রাণনাশের হুমকি এবং এক মাসেরও বেশি সময় জেল!

গত ৮ই জুন, পূর্ব থানার পুলিশ মধ্যরাতে তুলে নিয়ে যায় শাহজাহানের বাবা নজরুল ইসলাম এবং দাদা খাইরুল ইসলামকে। তাদের অপরাধ? কেবলমাত্র শাহজাহানের ভাই, বাবা হওয়া! অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ—ঘরে ঢুকে ভাঙচুর, গুলি করার হুমকি, এমনকি পুলিশের উপর হামলা—তারা আজও ধরাছোঁয়ার বাইরে!

রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে শাহজাহানের একটি ফেসবুক লাইভ। সেখানে তিনি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে। বিজেপি সেই ভাষাকে ‘আপত্তিকর’ বলে দাবি করলেও, তার প্রতিক্রিয়ায় যে ধরণের সহিংসতা ছড়িয়ে পড়ে, তা যে কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় চরম উদ্বেগের বিষয়।

প্রসঙ্গত, বিজেপির যুব মোর্চা অনুমোদিত একদল দুষ্কৃতী হামলা চালায় শাহজাহানের বাড়িতে। বাড়ি ভেঙে চুরমার, পরিবারের সদস্যদের হুমকি, এমনকি গুলি চালানোর হুমকি—সবই ঘটে পুলিশের নাকের ডগায়।

চোখের সামনে ঘটতে থাকা এই সহিংসতা থামাতে যান কংগ্রেস সভাপতি আশীষ সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এমন ছিল যে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও হিমশিম খেতে হয় পুলিশকে। হামলাকারীদের থামানোর বদলে, পুলিশ গ্রেফতার করে শাহজাহানের পরিবারকেই!

আজ, এক মাস তিন দিন পর, জামিনে ছাড়া পেয়েছেন নজরুল ইসলাম ও খাইরুল ইসলাম। তবে প্রশ্ন থাকছেই—যারা হামলা চালালো, হুমকি দিল, এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল, তারা এখনও ধরা পড়েনি কেন?

রাজ্য সরকারের নীরবতা আর পুলিশের পক্ষপাতমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিরোধীরা। ত্রিপুরার মানুষ আজ প্রশ্ন তুলছেন—মতপ্রকাশ কি এখন অপরাধ? সামাজিক মাধ্যমে ক্ষোভ জানালেই কি জেল?

ত্রিপুরার বর্তমান পরিস্থিতি এক ভয়াবহ নজির। যেখানে কথার জবাবে আসে গুলি আর আইনের বদলে চলে পক্ষপাতের খেল। গণতন্ত্রের আসল চেহারা কি তবে কেবল পোস্টারে সীমাবদ্ধ?

ত্রিপুরা আজ দাঁড়িয়ে এক প্রশ্নের মুখে—এ রাজ্যে কে নিরাপদ? আর আদৌ কি আইনের শাসন বেঁচে আছে?

ভিডিও