Rupak Debroy : ত্রিপুরা রাজ্যের ক্রীড়া জগতে চাঞ্চল্য সৃষ্টি করে রূপক দেবরায় ও অম্লান চক্রবর্তীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সামিল হলেন একাধিক মার্শাল আর্ট খেলোয়াড়।
বৃহস্পতিবার রূপক দেবরায়ের ধলেশ্বরস্থিত বাড়ির সামনে ধর্নায় বসেন বিক্ষুব্ধ খেলোয়াড়রা। বিক্ষোভ চলাকালীন রূপক দেবরায়ের ছবি আগুনে পোড়ানো হয় এবং তাঁর অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রূপক দেবরায় দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি ও প্রতারণার সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন এবং বাইরে বসেই ত্রিপুরা রাজ্যের ক্রীড়াব্যবস্থায় হস্তক্ষেপ করে চলেছেন।
খেলোয়াড়দের অভিযোগ, ফেডারেশনের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি বহিররাজ্যের খেলোয়াড়দের ত্রিপুরার নামে জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলাচ্ছেন, যার ফলে রাজ্যের প্রকৃত খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভকারীরা জানান, ২০২৫ সালের ২৩ তারিখে উশু নাইনথ ন্যাশনাল ফেডারেশন গেমসে ছত্তিশগড়ে ত্রিপুরা রাজ্যের নামে একটি দল পাঠানো হয়, যা সম্পূর্ণ বেআইনি। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর—কেউই এই বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করা হয়। এমনকি রাজ্যের ক্রীড়ামন্ত্রীও বিষয়টি জানতেন না বলে অভিযোগ।
খেলোয়াড়দের আরও অভিযোগ, উশু ফেডারেশনের প্রেসিডেন্ট পদে থাকা রূপক দেবরায় ও সেক্রেটারি অম্লান চক্রবর্তীকে বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁরা এখনও বেআইনিভাবে দল পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে উশু, ক্যারাটে, তাইকোয়ান্দো, বক্সিংসহ বিভিন্ন মার্শাল আর্টের শতাধিক খেলোয়াড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আগে খেলোয়াড়রা যে স্টাইপেন্ড পেতেন, সেটিও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে অবিলম্বে রূপক দেবরায়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে ছাত্র, অভিভাবক ও রাজ্যের সমস্ত মার্শাল আর্ট খেলোয়াড়দের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।



