Road blockage for solution
পাঁচ সমস্যা এক সমাধান , রাস্তা অবরোধ
যে কোনো রাজ্যের শহর কিংবা গ্রামের উন্নতির রূপরেখা তৈরি করার ক্ষেত্রে সর্ব প্রথম যে বিষয়গুলো তালিকা ভুক্ত করা হয় তার শীর্ষে রয়েছে ঐ এলাকার এম জনতার চলাচলের যোগ্য রাস্তা ঘাট। একটা এলাকার যদি রাস্তা ঘাটেরই করুন দশা থাকে তখন বাকি সমস্ত সুবিধা পেলেও তার কোনটাই বাস্তব অর্থে কাজে লাগানো সম্ভব পর হয়ে উঠে না। জলের সমস্যা, বাসস্থানের সমস্যা, কৃষির সমস্যা – এই সব কিছুর চাইতে ও বড় সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা।
আর এই সমস্যার কবলে জর্জরিত আজো ত্রিপুরা রাজ্যের বহু অলি গলি সহ চলাচলের একমাত্র সড়ক পথ গুলিও। আর এই পথ ঘাট সংস্কারের জন্যে দাবী জানাতে জানাতে গলা শুকিয়ে গেলেও আধিকারিক দের নেই কোনো হেলদোল। তাই পথ সংস্কারের দাবী নিয়ে সেই পথ কেই হাতিয়ার বানিয়ে নিচ্ছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শুধু মাত্র পথ সংস্কারের জন্যে নয়। যে কোনো সমস্যার সমাধান চাইতেই এখন হুট হাট পথে বসে পড়েন স্থানীয়রা।
একই ঘটনার জেরে আজ চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হল শতাধিক যাত্রী দের কে। ঘটনা কৈলাশহর ডাক বাংলা থেকে রাঙ্গাউটি যাওয়ার পথে।
বিস্তারিত ঃ-
কৈলাশহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী । দীর্ঘদিন ধরেই কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যাওয়ার রাস্তাটিকে সংস্কারের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংস্থা অটো ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তরফ থেকে পিডব্লিওডি দপ্তর মহকুমা শাসক জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করার পরও উক্ত রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না। এরই প্রতিবাদে আজ এলাকাবাসী একত্রিত হয়ে দল-মত নির্বিশেষে কৈলাসহর টু রাঙ্গাউটি রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। এই রাস্তা সংস্কারের দাবিতে একসাথে পাঁচটি জায়গাতে অবরোধ চলছে । বলা চলে শহরের সাথে উত্তরাঞ্চলের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিন । আজকের এই রাস্তা অবরোধে এসে আটকা পড়েন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী স্কুল পড়ুয়া ছাত্র সহ বিভিন্ন যাত্রীরা । অবরোধে আটকা পরে চরম দুর্ভোগের শিকার হন তারা। বেলা যখন 11 টা ঠিক তখন এসে হাজির হন কৈলাশহর গৌরনগর আর ডি ব্লকের ভাইশ চেয়ারম্যান মোঃ বদ্রুজ্জামান। বদরুজ্জামান এসে নিজেও অবরোধ কারীদের সাথে শামিল হন এবং অতিসত্বর রাস্তা সংস্কারের দাবি জানান।