খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Rashtriya Girls School : প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে হোস্টেলে শিক্ষার্থীদের পুষ্টি নিয়ে আপোষ, খাওয়ানো হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাবার

Rashtriya Girl’s School
1 minute read

Rashtriya Girls School : একটি প্রতিবন্ধী হোস্টেলে মেয়াদ উত্তীর্ণ খাবার খাইয়ে দিনের পর দিন অসুস্থতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে কোমল মতি শিশুদের। এমনই অবাক ঘটনার অভিযোগ উঠে এসেছে এবার বাধারঘাট স্থিত রাষ্ট্রীয় দৃষ্টিহীন বালিকা বিদ্যালয় থেকে ।

অভিযোগ দীর্ঘ দিন যাবত উক্ত স্কুলের শিক্ষার্থী দের জন্যে যে হোস্টেল রয়েছে সেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করা হচ্ছে। শিক্ষার্থীরা খোদ এই অভিযোগ করেছেন হোস্টেল এর বিরুদ্ধে। এদিকে ঘটনার খবর পেয়ে দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হোস্টেলে ছুটে যান। হোস্টেলে মজুদ খাবার সামগ্রী গুলোর মেয়াদ খতিয়ে দেখা হয়।

উল্লেখ্য, দিব্যাঙ্গ বালিকাদের জন্যে নির্মিত এই বিদ্যালয় ও হোস্টেল টিতে কোমলমতি শিক্ষার্থীরা প্রায় ১০০% দৃষ্টি হীন। যার ফলে প্যাকেট জাত খাবার গুলোর মেয়াদ নিয়ে তাদের ওয়াকিবহাল থাকার কোনো সুযোগ নেই। আর সেই সুযোগ কে কাজে লাগিয়েই তাদের কে মেয়াদ উত্তীর্ণ এবং নষ্ট খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।

এদিন এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের প্রিন্সিপল কেও ঘেরাও করে শিক্ষার্থীরা। খাবারের গুনগত মান নিয়ে অভিযোগের পাশপাশি জলের পরিষেবা থেকে শুরু করে আরও নানাবিধ অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। এমনকি তাদের পচা মাছ , ভাত খেতে অব্দি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ডাইরেক্টর ।

For All Latest Updates

ভিডিও