Raju Barman produced to the court

ভিক্কির মর্মান্তিক মৃত্যু তে মর্মাহত তার পরিবার পরিজন ও এলাকাবাসী। মূল অভিযুক্তদের সকলে এখনো পুলিশের জ্বালে ধরা না পরলেও মূল অভিযুক্ত রাজু বর্মণ ইতিমধ্যেই হাজতে ঢুকে গেছে। তাকে গৌহাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ই জুলাই তাঁকে আটক করার পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ১২ই জুলাই তাঁকে নিয়ে আসা হয়েছে আগরতলা বিমান বন্দরে। সেখানে রাজু বর্মণ কে দেখেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। সাথে সাথে পুলিশ তাকে হাই প্রোটেকশানের মধ্যে দিয়ে নিয়ে যায় এনসিসি থানায়। সেখান থেকে তাকে মেডিক্যাল করিয়ে আজ দুপুরে মাননীয় জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়েছে ।
উল্লেখ্য ৩০শে এপ্রিল ২০২৪ শালবাগান এলাকায় গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ভিক্কি উরফে দুর্গা প্রসন্ন দেব কে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই রাজধানীর বুকে এক স্তব্ধতা ছড়িয়ে পরে। উপরন্তু ভিক্কি ছিলেন শাসক বিজেপি শিবিরের একজন একনিষ্ঠ কার্যকর্তা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও তার মৃত্যুর পর দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন।
গোটা মাস চারেকের পুলিশি তদন্তে শেষে রাজু বর্মণ ( ভিক্কি হত্যা মামলার প্রাইম সাস্পেক্ট ) কে জ্বালে তুলেছে পুলিশ তথা বিশেষ তদন্ত কারী টিম। তাকে আজ আদালতে তোলা হলে ভিক্কির পরিবারের পক্ষে সরকারি উকিল শঙ্কর লোধ রাজু বর্মণ কে ১০ দিনের রিমান্ড চেয়ে আর্জি জানিয়েছেন বিচারপতির কাছে।
অন্যদিকে বিবাদী পক্ষের তরফ থেকে দাবী করা হয়েছে এমতাবস্থায় রাজু বর্মণের যে বাড়িটি তালাবন্দি অবস্থায় আছে সেটি যেন খুলে দেওয়া হয়। সেই বিষয়ে ও সম্মতি জানিয়েছেন শঙ্কর লোধ।
এদিকে কোর্ট চত্বরে সকাল থেকে ভিক্কির স্ত্রী ও ছোট্ট শিশু পুত্র সহ এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষ মিলে ফ্লেক্স ফেস্টুন হাতে নিয়ে দোষী দের ফাঁসির দাবী জানাচ্ছেন। ভিক্কির স্ত্রী বুল্টি দেব দাবী করেছেন, রাজু বর্মণ দের মতো অপরাধীরা অর্থের জোরে হয়তো জামিন নিয়ে মুক্ত হয়ে যায়। এদের কে জামিনে মুক্তি দিলে শহরের বুকে আরও বহু লাশ পড়বে। তাই কোনোভাবেই যাতে রাজু বর্মণ ও তার সাঙ্গপাঙ্গ দের জামিন না দেওয়া হয় এবং অবশ্যই মাননীয় বিচারপতি যেন দোষী দের ফাঁসির সাজা দেন সেই আর্জি জানাচ্ছেন স্বামী হারা বুল্টি দেবী। তিনি আজ রাজ্য সরকারের উদ্দেশ্যে ও করজোড়ে বিনয়ের সাথে দোষীদের ফাঁসির সাজার ব্যবস্থা করে দেবার আর্জি জানাচ্ছেন।
দেখার বিষয় এখনো যারা অধরা রয়েছে তাদের কে পুলিশ কত তারাতারি জ্বালে তোলে এবং সর্বশেষে ভিক্কির আসল দোষীরা কঠোর সাজা পায় কি না।

Leave A Reply