Questionable Indian Railway security
হোসেনের পর ভূয়া টিটির বেশে রেলে ধরা পরলো আরও এক যুবক
ধর্মনগরের মনু রেল স্টেশনে ভুয়া টিটি আটক হওয়ার মাত্র বারো ঘণ্টার মধ্যেই আরও এক ভুয়া টিটি ধরা পড়লো পেঁচারথল রেল স্টেশনে। বুধবার আগরতলা ধর্মনগর গামী রেলে হোসেন আলি নামের এক ভুয়া টিটি কে ধরে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিল রেল যাত্রীরা। সেই ঘটনার রেশ কেটে উঠার আগেই এদিন রাতের দিকেই আরও এক ভূয়া টিটি আটক হয়েছে।
জানা গেছে, এক ব্যক্তি টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে বুধবার রাতে আগরতলা গামী ট্রেনে টিকিট তল্লাশি করছিল । তবে তার সন্দেহজনক আচরণের জন্য তাকে আটক করে রেল যাত্রীরা। উত্তম মধ্যম দিয়ে সঠিক পরিচয় বের করার চেষ্টা ও করেন রেল যাত্রীরা। জানা যায়, বুধবার রাতে আগরতলা-ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে এই ঘটনা ঘটে। সংঘটিত এই ঘটনায় ধৃত ভুয়া টিটির নাম কৌশিক সরকার (২৩)। সে ঊনকোটি জেলার পেঁচারথলের শিববাড়ি এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম স্বর্গীয় নারায়ন সরকার। পরে রেলকর্মীরা তাকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে জিআরপি থানার পুলিশ কৌশিক সরকারের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও ধৃত হবার পরেও বরাবরই নিজের ভুল শিকার করতে নারাজ কৌশিক সরকার। সাদা কালো পোশাক পরে টিটির বেশে সে যে এই অপকর্ম করার চেষ্টা করেছে তা নিয়ে বারবার অভিযোগ করেছেন যাত্রীরা। তবুও তাদের সমস্ত অভিযোগ কে নাকচ করে ঐ ভূয়া টিটির দাবী সে নাকি ঠাণ্ডা লাগার কারণে ব্লেজার টি পড়েছিল। অতঃপর তাকে উত্তম মধ্যম কেন দেওয়া হল এই প্রশ্ন করতেই মুখে কুলুপ এঁটে যায় কৌশিকের। যাই হোক , তবে নিত্যদিন যাত্রী পরিবাহি রেলের ভেতর ভুয়া টিটির এহেন আস্ফালন দেখে এক প্রকার আতঙ্কে আছেন যাত্রীরা । পাশাপাশি রাজ্যে ভারতীয় রেলের ভেতরে যাত্রী নিরাপত্তা আদৌ কতটা রয়েছে সেই প্রশ্ন ও উঠতে শুরু করেছে।