খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 8 July 2025 - 05:25 PM
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ০৫:২৫ অপরাহ্ণ

Pradesh mahila congress rally: নেতাজীর জন্মদিনে সংবিধান রক্ষক অভিযানে মহিলা কংগ্রেস

1 minute read

Pradesh mahila congress rally

নেতাজীর জন্মদিনে সংবিধান রক্ষক অভিযানে মহিলা কংগ্রেস

সকালে নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, দুপুরে সংবিধান রক্ষার দাবীতে মিছিল । বৃহস্পতিবার মহিলা কংগ্রেস কে দেখা গেল উভয় রূপেই। একদিকে দেশের স্বাধীনতা সংগ্রামের অনন্য নেতৃত্ব নেতাজী কে তার ১২৮ তম জন্ম জয়ন্তী সশ্রদ্ধ প্রনাম জানিয়েই হাতে পতাকা ও ফ্লেগ ফেস্টুন নিয়ে বিশ্রামগঞ্জে যোগ দিলেন তারা বিক্ষোভ মিছিলে।
সংবিধান রক্ষার দাবী জাতীয় কংগ্রেসী দের বহু পুরনো দাবী। এই একই ইস্যু কে ঘিরে ক্রমপর্যায়ে বহুবার উত্তাল হয়েছে সংসদ ভবন। জাতীয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তর সর্বত্রই কংগ্রেসীরা এই একই দাবীতে সরব হয়ে আন্দোলন করেছেন। তবে শুধু সংবিধান রক্ষার্থে নয়, এদিন বিশ্রামগঞ্জে নারী সুরক্ষা সুনিশ্চিত করণের দাবী তুলেও জোর ডাক দিয়েছেন আন্দোলন কারী মহিলা কংগ্রেস।
এদিন চরিলাম ব্লক এর অন্তর্গত সচিন দেব বর্মণ মাল্টি পারপাস কমপ্লেক্সে কংগ্রেসের এক কনভেনশান অনুস্থিত হয় । এর পরেই সেখান থেকে একটি রেলির মধ্যে দিয়ে রাজ্য সরকারের ঘুম ভাঙ্গাতে নারীদের উপর নিত্যদিন যে নিপীড়ন ও নির্যাতন ঘটে চলেছে তার জানান দিয়ে এই সরকার কে নারী বিরোধী সরকার বলে আখ্যায়িত করেছেন মহিলা কংগ্রেস সভানেত্রী। এদিনের কনভেনশান এর পর উক্ত রেলির মধ্যে দিয়ে নারী সুরক্ষা সমেত সংবিধান রক্ষা নিয়ে মত ১১ দফা দাবী প্রস্তাবিত হয়েছে বলেও জানান তারা। উল্লেখ্য , এদিনের এই রেলি তে শতাধিক মহিলারা শামিল হয়ে রাজ্যে ঘটে চলা নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

For All Latest Updates

ভিডিও