PM Modi vs Rahul
সংবিধান পড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,
রাহুলের উক্তিতে আবারো বিতর্ক
মহারাষ্ট্রে আসন্ন বিধানসভার ভোট। তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। এরই মাঝে প্রধানমন্ত্রী কে নিয়ে করা রাহুল গান্ধীর আরও এক মন্তব্য কে ঘিরে তুমুল উত্তেজনা। শুক্রবার মহারাষ্ট্রের নান্দেড় এবং নান্দুরবারের জনসভায় নরেন্দ্র মোদী কে পাল্টা আক্রমণ শানালেন রাহুল গান্ধী। বললেন , প্রধানমন্ত্রী সংবিধান পড়েননি। তাই ঐ ‘লাল মলাটের’ বই টির ভেতর ফাঁকা বলে দাবী করেছেন তিনি।
উল্লেখ্য, ভোট মুখী মহারাষ্ট্রের এক প্রচার সভায় রাহুল গান্ধী কে নিশানা করে মোদী বলেন, ‘কংগ্রেস সংবিধানের নামে একটা লাল বই দেখাচ্ছে। মলাটে ভারতের সংবিধান লেখা থাকলেও ভেতরে বইয়ের পাতাগুলো সব সাদা , কিছুই লেখা নেই। ওরা বাবাসাহেব কে ঘৃণা করে এটা তারই প্রমাণ’।
মোদী জীর এই বক্তব্যের পাল্টা দিয়েই রাহুল নান্দেড় এর জনসভায় বলেন , উনি সংবিধান পড়েননি বলেই এমন উক্তি করতে পেরেছেন। এমন কি যেই লাল মলাটের বই এর প্রসঙ্গ টেনে উনি এই উক্তি করেছেন এতে স্রেফ হিন্দুত্ব নয়, অম্বেদকর, ফুলেজি, বিরসা মুন্ডা, গৌতম বুদ্ধের মতো ব্যক্তিদের কথা ও রয়েছে। উনি বলছেন ভিতরের পাতা ফাঁকা, কারণ উনি সংবিধান পড়েননি। যদি পড়তেন, তা হলে আজ যা যা করছেন, তা করতেন না এমন বলেও রীতিমতো ঝেড়ে দেন মোদী জি কে।
নাগপুরে কংগ্রেসের রুদ্ধদ্বার সভায় প্রত্যেকের হাতে সংবিধানের একটি করে কপি দেওয়া হয়েছিল। তবে কংগ্রেসের দাবি, সেগুলি হচ্ছে আসলে এক একটি নোট বই। খরচ কমাতেই নাকি সংবিধানের লাল প্রচ্ছদের নীচে সাদা পাতা জুড়ে দেওয়া হয়েছিল। বিজেপি ওই নিয়েই সরব। তিনি বলেন, “ভারতের আত্মা এবং ইতিহাস রয়েছে এই বইতে ।
আর বিজেপি আরএসএস সেই ইতিহাস কেই বদলে দেবার পরিকল্পনা করছে রুদ্ধ দ্বারের ভেতরে। তারাই আবার সংবিধান নিয়ে নানা উক্তি করেন । সংবিধান জানলে তাদের অরাজকতা চলতো না এই দেশে। তিনি আরও বলেন, এই সংবিধান নারী জাতি ও দলিত স্রেনিদের জন্যে একটি রক্ষা কবচ। সবুজ বিপ্লব, সফেদ বিপ্লব এর কাণ্ডারি এই বই । আজ আমরা যে ভোট দিতে পারছি, তাও এই বইয়ের কারণেই।
নরেন্দ্র মোদী কে নিশানা করে পুঁজিপতি দের ঋণ মুকুবের বিষয় টেনে তিনি বলেন , এই সংবিধানে কোথাও উল্লিখিত নেই , কৃষকদের বঞ্চিত করে পুঁজিপতিদের ঋণ মুকুব করা যায়। সুতরাং মোদী জি নিজে কতটা সংবিধান সম্পর্কে অবগত সেটাই প্রশ্ন।