Parameshwar Reang

নিহত পরেশ্বর রিয়াং এর পরিবারের পাশে বুবাগ্রা , সন্ত্রাস নয়, আইনি পথে দোষীদের সাজা দেবার আশ্বাস দিলেন পরিবার কে

রথের মেলায় গিয়ে জীবনাবসান। মর্মান্তিক ঘটনায় অগ্নি গর্ভে পরিণত হয়েছে গণ্ডা ছড়া মহকুমা।
উল্লেখ্য , রথের দিনে গণ্ডা ছড়ায় আয়োজিত এক আনন্দ মেলায় গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কোনো এক বিষয় কে কেন্দ্র করে তুমুল বিবাদ এবং পরবর্তী সময়ে ধ্বস্তাধস্তি শুরু হয়। সেই ঘটনায় বিরোধী পক্ষের তরফ থেকে ধাক্কা খেয়ে ছিটকে পরে বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয় পরমেশ্বর রিয়াং নামে এক ছাত্র। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুর কোলে ঢলে পরে পরমেশ্বর।
রাতের বেলা তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় গণ্ডা ছড়া মহকুমার লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজে তার নিজস্ব বাস ভবনে। আর তার পরেই গণ্ডা ছড়ায় জ্বলতে থাকে ক্ষোভের আগুন। বিকেল থেকে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও গণ্ডা ছড়ার বিভিন্ন বাজার সহ বাঙ্গালী পরিবার গুলির বাড়িঘরে ব্যাপক ভাংচুর এবং অগ্নি সংযোগ ঘটায় ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষ জন। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে রাত্রি যাপন করেন বাঙ্গালী পরিবার গুলি। অতঃপর আজ শনিবার সকাল হতেই থানার দ্বারস্থ হয়ে নিরাপত্তার আর্জি জানান তারা।
এদিকে গতকাল রাত থেকেই গণ্ডা ছড়ার অগ্নি কাণ্ডের চিত্র গোটা সামাজিক মাধ্যম ও খবরের চ্যানেলে প্রকাশ পেতেই তা নজরে পরেছে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর মানিক্যের ও। আজ গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াং কে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গেলেন তিপরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন । আজ নিহত পরেশ্বর এর বারিতে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের পাশে শোক ব্যক্ত করলেন বুবাগ্রা। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন যাতে কোনো ধরণের সন্ত্রাস কিংবা দাংগা বাজি না করা হয়। ডিজিপির সাথে তিনি কথা বলেছেন। দোষীদের আটক করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন ডিজিপি। তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন কে নিজের মতো করে গোটা ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার জন্যে যেন স্থানীয়রা সহযোগিতা করেন সেই আর্জি জানিয়েছেন তিনি সকলের প্রতি।
তবে এই ঘটনায় শুধুমাত্র জনজাতি অংশের মানুষ জনই নন। গোটা রাজ্যের মানুষ জন গভীর ভাবে শোকাহত হয়েছেন।

Leave A Reply