Old man demanded land back
জমি মাফিয়াদের জোর জুলুমের কারণে দীর্ঘদিন যাবত নিজস্ব জমি দখলিকরনের কারণে ভুগছেন এক ৬০ বছর বয়সী বৃদ্ধ।
বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল মাফিয়ারা। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার দিলীপ কুমার ঘোষের এক কানি জোত জমি রয়েছে পূর্ব গোকুলনগর সি টি আই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনী এলাকায়।
গত বাম আমল থেকেই এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়ারা উনার জোত জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে বলে অভিযোগ উনার। যদিও মাফিয়া রা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষ কে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করে এবং উনার কাছ থেকে দলিলের স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করা হয়েছিল কিন্তু তিনি স্বাক্ষর দেননি।
অতঃপর জোর করে ঐ জায়গা দখল করে সেখানে মন্দির ও রাস্তা নির্মাণ করা হয়েছে। যে জমি মাফিয়ারা এই কাণ্ডের সাথে যুক্ত তারা ঐ কালে বাম কর্মী হলেও সরকার পরিবর্তনের পর তারা গায়ে ধারন করে নেন গেঁড়ুয়া রামাবলি। তাই সরকার পরিবর্তন হয়ে গেলেও ঐ জমি মাফিয়াদের মাফিয়াগিরি কোনো অংশেই কমেনি। তার সাথে উনার এই জমিও দখল মুক্ত করতে পারেন নি তিনি। শাসক দলীয় অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন তিনি নিজের সমস্যার কথা জানাতে। কিন্তু কোন লাভ হয়নি। শাসক দলের কিছু গ্রামীণ নেতারা ও এই মাফিয়া দের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে । অবশেষে দিলীপ কুমার ঘোষ আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন উনার জায়গা দখলমুক্ত করতে দোষীদের নাম ধাম সহ আদালতে মামলা করতে যাবেন তিনি।
দেখার বিষয় ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশাসন কোনোভাবে ৬০ ঊর্ধ্ব বৃদ্ধের সহযোগিতায় এগিয়ে আসেন কি না।