Nalchar DYFI News : ময়দান শক্ত করে তুলছে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফ আই। ২০১৮ এর পর থেকে অনেকটাই গতি রুদ্ধ হয়ে পড়েছিল। রাজনৈতিক ভাবে চাপে থাকতে হয়েছে একটা লম্বা সময়। যে নলছড় বামঘাটি হিসেবে পরিচিত ছিল সেখানেও ২০১৮ এর পর থেকে বামেদের কোণঠাসা অবস্থা হয়ে পরে। তবে হাওয়ার গতি পথ পরিবর্তন বুঝে শাসক এর রক্ত চক্ষু কে উপেক্ষা করে পুনরায় ময়দানে ফিরছে বামপন্থীরা।
বাম পন্থি ছাত্র যুব সংগঠন ডিওয়াওএফআই এর রাজ্য কমিটির নির্দেশ অনুসারে দিকে দিকে চলছে সভ্যপদ সংগ্রহ কর্মসূচী। যে সমস্ত যুবারা গেরুয়া শিবিরের চোখ ধাঁধানো প্রতিশ্রুতি তে ভরসা করে এক সময় বামপন্থী সংগঠন গুলো থেকে দূরে সরে গেছিলেন তাদের কে পুনরায় দলে টানতে সভ্যপদ অভিযান জারি রাখছে সংগঠনের কর্মীরা।
শুক্রবার নলছড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সভ্যপদ অভিযান ও ছাত্র যুবাদের মৌলিক অধিকার গুলো নিয়ে নানা আলোচনার করা হয়। বামপন্থী যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নলছড়ের রাজীব নগরে নতুন নতুন যুবক যুবতীদের বাড়িতে গিয়ে সদস্য পদ সংগ্রহ করা হয়।
যুব সংগঠনের সোনামুড়া মহকুমার সহ-সম্পাদক সুমন দে- সহ কয়েকজন যুবকর্মী জানান নতুন করে ১৫০ জনকে সদস্য পদ দেওয়া হয়েছে এদিন। সকাল থেকে এই অভিযান শুরু হয়। বিকেল তিনটা অব্দি একটানা এই প্রক্রিয়া চালিয়েছেন তারা নির্দ্বিধায়। আর এতে যথেষ্ট সাড়াও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তারা।
নতুন নতুন যুবক যুবতীরা আগামী দিনে ডিওয়াইএফআই এর সাথে পায়ে পা মিলিয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছে। রাজ্যব্যাপি ছাত্র যুবাদের স্বার্থ সম্বলিত দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে কতদূর ভীত শক্ত করতে পারে সংগঠন সেটাই দেখার বিষয়।