খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 15 July 2025 - 12:25 AM
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ১২:২৫ পূর্বাহ্ণ

Mungiakami Ganja News : জাতীয় সড়কে বড়সড় গাঁজা উদ্ধারের সাফল্য মুঙ্গিয়াকামি থানার, আটক এক

Mungiakami Ganja News
1 minute read

Mungiakami Ganja News : সোমবার সকালে ত্রিপুরার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় অবৈধ মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। রুটিন নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি কন্টেইনার গাড়ি থেকে প্রায় ২৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৪ লক্ষ টাকারও বেশি।

সূত্রের খবর, মুঙ্গিয়াকামি থানার অফিসার থানসাই রিয়াং-এর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল নাগাদ ৪১ মাইল এলাকায় চেকপোস্টে দায়িত্বে ছিলেন। সেই সময় HR 39 D 0522 নম্বরের একটি কন্টেইনার গাড়িকে সন্দেহজনক মনে হলে পুলিশ তা থামিয়ে তল্লাশি শুরু করে।
গাড়ির একটি গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় গাঁজা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ও ডিসিএম অঞ্জন দাস। তাঁদের উপস্থিতিতে গাড়িটির ভিতরে লুকিয়ে রাখা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।

এই ঘটনায় চালক রাজকুমার রায়কে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাদক পাচার রুখতে এ ধরনের অভিযান চলতে থাকবে।

যদি ও বা ত্রিপুরা বর্তমানে নেশার রাজ্যে পরিণত হয়েছে। ২৪ ঘন্টা নাকা পয়েন্ট গুলো তে চেকিং চলে। রোজ কোথাযও না কোথাও থেকে উদ্ধার হচ্ছে নেশা জাতীয় সরঞ্জাম। এরপরও বন্ধ নেই এই নেশা কারবারি।

For All Latest Updates

ভিডিও