Modern Club Durga Puja 2025 : রাজধানী আগরতলার বনেদী ক্লাব গুলোর মধ্যে অন্যতম একটি ক্লাব হল শিবনগর স্থিত মডার্ন ক্লাব। বিগ বাজেটের পুজো বলতেই শীর্ষ স্থানে এই ক্লাবের নাম। প্রতিবারের মতোই এবছরেও ভিন্ন ধরণের থিম ও দর্শক দের কে আকর্ষণ করার মতো পুজো প্যান্ডেল সাজানোর পরিকল্পনা নিয়েছে ক্লাব টি। আর তার সাথেই সম্পন্ন হল খুঁটি পুজো অনুষ্ঠান।
সোমবার রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্যয়ের উপস্থিতিতে মডার্ন ক্লাব এর খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। এবারের পুজোর থিম রাখা হয়েছে স্বপ্ন উড়ান। এদিনের খুঁটি পুজোয় সাংসদ এর পাশাপাশি ক্লাব সদস্য সদস্যারা মিলিত ভাবে অংশ গ্রহন করেন ।
উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা তেই বেশিরভাগ বাঙ্গালীর বসতি। আর সেই অনুযায়ী দুর্গা পুজো ও সারম্বরে পালিত হওয়ার চল বহু যুগ যুগান্তর ধরে। তবে সময়ের সাথে সাথে দর্শকদের চাহিদা কে মাথায় রেখে এখন কারী কারী টাকা ঢেলে সাজিয়ে তোলা হয় । বিগ বাজেটের পুজো গুলোর মধ্যে শহরের বুকে বহু ক্লাব রয়েছে। তবে মডার্ন ক্লাব বরাবরই অন্যান্য দের তুলনায় একটু বাড়তি দর্শক মণ্ডলী দের আকৃষ্ট করতে সফল হয়েছে।
এবছরেও ভিন্ন থিম নিয়ে পুজো প্যান্ডেল সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্বপ্ন উড়ান নামের আড়ালে লুকিয়ে আছে কোন নতুন চমক সেটা জানতেই বর্তমানে উৎসুক সকলেই। যদিও তা জানা যাবে সঠিক সময় এলেই।