Meyar Deepak Majumder visits flood pump house

রেমাল’ এর প্রভাবে রাজ্যের দূর্যোগ মোকাবিলায় আগরতলা পুর নিগম সর্বোতভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। সোমবার আগরতলা শহরের বিভিন্ন এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
প্রসঙ্গত, রাজ্যেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম থেমে থেমে হালকা মাথায় বৃষ্টি হয়ে যাচ্ছে। ২৮ মে মঙ্গলবার পর্যন্ত এই ধরনের পরিস্থিতি চলবে বলে হাওয়া দপ্তর সূত্রে খবর। তবে লাগাতার বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জম জমে যাচ্ছে। জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্প গুলি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার এবং নিগমের কর্পোরেটর রত্না দত্ত। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সেই জমা জল ঠিকমতো ড্রেনেজ সিস্টেমে বেড়িয়ে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখেছেন তিনি।তার দাবি অনুযায়ী , রেমালের কারণে সৃষ্টি হওয়া প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগম যথেষ্ট প্রস্তুত রয়েছে। যে কোন ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য পুর নিগমের উদ্যোগে অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জলের পাম্প মেশিন চালু রয়েছে। কিন্তু বজ্রপাতের কারণে রাজ্যে বিদ্যুৎ সমস্যা দেখা দিতে পারে। তখন জলের পাম্প মেশিনগুলি বন্ধ থাকার কারণে জল নিষ্কাশনী ব্যবস্থায় কিছুটা সমস্যা দেখা দেয়। তাছাড়া, দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগমের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপগুলি লাগাতার জারি রাখা হয়েছে।

Leave A Reply