MBB college awareness rally: নারী দিবস উপলক্ষে এমবিবি কলেজের সচেতনতা কর্মসূচী

Khabare Pratibad
1 Min Read

MBB college awareness rally

নারী দিবস উপলক্ষে এমবিবি কলেজের সচেতনতা কর্মসূচী

আগামী ৮ই মার্চ নারী দিবস। আর এই নারী দিবস কে কেন্দ্র করে প্রতিবারই বিভিন্ন সংস্থা, সংগঠন ও মহাবিদ্যালয় গুলির পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়ে থাকে। এবার এই নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম কলেজের মহিলা সেল এর উদ্যোগে এক সচেতনতামূলক রেলের আয়োজন করা হয়। মূলত বেটি বাঁচাও বেটি পড়াও এর উপর ভিত্তি করেই এই সচেতনতা রেলি। উক্ত রেলি তে কলেজের শিক্ষিকা , ছাত্র ছাত্রীরা সকলেই অংশ গ্রহন করেন। ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচী সম্পন্ন হয়েছে। এদিন সচেতনতা রেলি সম্পন্ন হল। উক্ত কর্মসূচী এবং নারী দিবস কে কেন্দ্র করে কলেজের শিক্ষিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা রাখেন। সমাজ কে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অগ্রাধিকার ও সমান ভূমিকা পালন অনিবার্য। সুতরাং নারী দের কে শিক্ষা, কর্ম সর্ব ক্ষেত্রেই এগিয়ে যেতে সহযোগিতা করা এবং বাঁধা না দেওয়ার বার্তা দেন তিনি। প্রতি বছরের ন্যায় এবারেও নারী দিবস পালিত হবে কলেজ চত্বরে। তবে শুধুমাত্র নারী দিবস পালন অব্দিই সীমাবদ্ধ থাকলে চলবে না। নারীদের কে এই একটি বিশেষ দিনের বাইরে গিয়েও যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *