খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 25 July 2025 - 08:47 PM
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ - ০৮:৪৭ অপরাহ্ণ

Manik Sarkar on Smart Meter issue : স্মার্ট মিটার নিয়ে বিজেপি কে কড়া আক্রমণ মানিক সরকারের

Manik Sarkar on Smart Meter issue
1 minute read

Manik Sarkar on Smart Meter issue : ত্রিপুরায় স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম-এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর অভিযোগ, স্মার্ট মিটার বসানো হচ্ছে জনবিরোধী উদ্দেশ্যে, যা সাধারণ মানুষের উপরে জবরদস্তি চাপিয়ে দেওয়া একধরনের “দূর্নীতির নতুন রূপ”।

মানিক সরকারের বক্তব্য অনুযায়ী, আগে যে বিদ্যুৎ মিটার ব্যবহার করা হতো, সেগুলিতে কোনও সমস্যা দেখা যায়নি। রিডিংও ঠিকঠাকই উঠত। তাহলে এখন হঠাৎ স্মার্ট মিটারের প্রয়োজন কেন—এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, স্মার্ট মিটার বসিয়ে জনগণের পকেট কাটা হচ্ছে এবং এর পেছনে রয়েছে কর্পোরেট স্বার্থ রক্ষা।

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নতি যদি জনজীবনকে সুরক্ষা না দেয়, বরং আর্থিক বোঝা বাড়ায়, তাহলে তা জনগণের স্বার্থবিরোধী।” পাশাপাশি স্মার্ট মিটার সংক্রান্ত কোনও পরিস্কার জনজাগরণ বা আলোচনা না করেই সরকার এ সিদ্ধান্ত কার্যকর করছে বলে অভিযোগ করেন মানিকবাবু।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করেছিল, তখন বিজেপিই প্রতিবাদ করেছিল। অথচ আজ বিজেপি শাসিত ত্রিপুরায় জোর করে সেই মিটার বসানো হচ্ছে। “এই দ্বিচারিতা বরদাস্ত করা যায় না,” স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

সর্বস্তরে জনরোষ বাড়ছে বলেও উল্লেখ করেন মানিক সরকার। তাঁর মতে, এই ইস্যুতে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে, কারণ জনগণ এই সিদ্ধান্তে নিজেদের ঠকানো বলেই মনে করছে।

For All Latest Updates

ভিডিও