খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:26 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:২৬ পূর্বাহ্ণ

Madhabi Biswas in Court : কোর্টে প্রেরন করা হল মাধবী কে, পাশে দাঁড়ালেন পুরুষোত্তম রায় বর্মণ

Madhabi Biswas in Court
1 minute read

Madhabi Biswas in Court : রাজ্য সরকার কে বিঁধিয়ে বিঁধিয়ে নিজের সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও বানিয়ে পোস্ট করে বিপাকে মাধবী। কিন্তু সেই অস্বস্তি বিন্দু মাত্র প্রকাশ পায়নি তাঁর চোখে মুখে। কোথাও না কোথাও হয়তো সে ও জানে যে তাঁর দোষ আদৌ ছিল কি ছিল না। সে হয়তো জানে যে সত্য কথা বললে এভাবেই গারদে পুড়ে দেওয়া হয়। তাই আইনের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে হাসিমুখে আইনের সাথে সহযোগিতা করছে মাধবী বিশ্বাস।

তবে এটুকুই নয়, মাধবির পাশে দাঁড়িয়েছেন এবার বিশিষ্ট আইনজিবি পুরুষোত্তম রায় বর্মণ। যিনি কিনা পূর্বে মানবাধিকার কমিশনের একজন সদস্য ও ছিলেন। বাক স্বাধীনতা যা কিনা মানুষের জন্ম সিদ্ধ অধিকার সেই স্বাধীনতা হরণ করে নেওয়া অতটা সহজ নয়। মাধবী কে দমাতে চাইলে আরও বহু মাধবী জেগে উঠবে। এমনটাই বার্তা আইনজীবীর।

উল্লেখ্য, ফেসবুকে নিজ প্রোফাইল থেকে শাসক সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী দের নিয়ে নানাবিধ মন্তব্য ও কটূক্তির জেরে মাধবির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পুলিশ তাকে বিগত এক মাস যাবত থানায় ডেকে করজোড়ে আবেদন জানায় উনি যেন সরকারের বিরুদ্ধে কিছু না বলেন। অন্যথা বাধ্য হয়ে উনাকে গ্রেফতার কোর্টে হবে। অবশেষে হল ও তাই।

এক্ষেত্রে স্পষ্ট যে মাধবীর কথোপকথনের পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে তাঁর জেরে মাধবী কে গ্রেফতার হয়তো করতেন না পুলিশ। কিন্তু রাজনৈতিক চাপে পরেই তা করতে হয়েছে। এদিকে মাধবী কে যে ধারায় গ্রেফতার করা হয়েছে তা বেআইনি বলেও স্পষ্টীকরণ দিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। মাননীয় বিচারপতি সমস্ত ধরণের চাপ মুক্ত থেকে নিরপেক্ষ রায় দেবেন এবং অতি দ্রুত মাধবী বিশ্বাস মুক্তি পাবেন বলেও জানান তিনি।

তাঁর বিরুদ্ধে এই মামলা কেবল মাত্র তাকে চুপ করিয়ে দেওয়া এবং সমাজের কাছে একটি চিলড বার্তা প্রেরনের চেষ্টা বিজেপির। এই সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হাজত বাস নিশ্চিত। এমনটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই মামলা ধোপে টিকবে না বলেও জানান আইনজীবী।

For All Latest Updates

ভিডিও